ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রীদের প্রথম পূনর্মিলনী উৎসব

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:১৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
  • ৯৫ বার পড়া হয়েছে

মীর সৌরভ,রাজবাড়ী

হোক না বয়স আঠারো কিংবা আশি, এসো প্রাণে প্রাণ মিলিয়ে এক সাথে হাসি’ এই শ্লোগানকে বুকে ধারণ করে রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্রীদের প্রথম পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রাবার(২৯ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জানা গেছে,১৯৪১ সালে প্রতিষ্ঠা হয় রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের। দীর্ঘ প্রায় ৮২ বছরের প্রথম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাক্তণ ও বর্তমান ছাত্রীদের পূর্ণমিলনী।এই পূর্ণমিলনী সফল করতে দেবাহুতি চক্রবর্তীকে আহ্বায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

এ অনুষ্ঠানে রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় সহস্রাধিক প্রাক্তণ ছাত্রীরা অংশগ্রহণ করছে।দিনব্যাপী এ অনুষ্ঠান উপলক্ষ্যে নানা কার্যক্রম হাতে নিয়েছে অনুষ্ঠান উদযাপন কমিটি। ওই দিন সকাল ৮টায় অনুষ্ঠান উদ্বোধন, সকাল ৯টায় বর্ণাঢ্য র‌্যালী, মোমবাতি প্রজ্জ্বলন, স্মৃতি চারণ, প্রাক্তণ ছাত্রীদের আনন্দ উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান(চম্বুক) ও মেহেদী উৎসব পালিত হবে।

পুনর্মিলনী উপলক্ষে এদিন সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় করতে থাকেন প্রাক্তন আর বর্তমান ছাত্রীরা। প্রাক্তন ছাত্রীদের অনেকেই বর্তমানে দেশের বহু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। তারা তাদের পরিবার নিয়ে অংশ নেন পুনর্মিলনীতে।পুরনো সহপাঠীদের কাছে পেয়ে গল্প, আড্ডা, গান, নাচ ও ছবি তোলায় মেতে উঠে সবাই।

সেই সাবেকরা যেন খুঁজে ফিরছিলেন তাদের স্কুল জীবনের সেইসব স্বর্ণময় দিনগুলো। যেদিকেই চোখ যায় সেদিকেই ভিড়-বুনো উল্লাস। সেকেন্ডেরও ভগ্নাংশে চলছে ক্লিক ক্লিক, দেদারসে উঠছে সেলফি-ছবি। পেছনের দৃশ্যপটে কোথাও বিদ্যালয় তো, কোথাও আবার মঞ্চস্থল। ফেলে আসা ক্লাসরুম, শিক্ষক আর হারিয়ে যাওয়া বন্ধুরা মিলে হুড়মুড়িয়ে বইতে থাকে গল্পের স্রোত।

প্রথম পুনর্মিলনী উদযাপন কমিটির সহ-সভাপতি নূর তাজ তাজিয়া বলেন, স্কুল প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে আজ পর্যন্ত স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা পুনর্মিলনীতে অংশ নিয়েছে।প্রায় ১ হাজার ছাত্রী এতে রেজিস্ট্রেশন করেছে।এছাড়াও অনেক গেস্ট থাকবে।পুনর্মিলনীর মাধ্যম দিয়ে
অনেকেই তাদের হারানো স্মৃতি ফিরে পাবে।সবার সাথে সবার দেখা হবে।আমাদের এই প্রোগ্রাম প্রতি বছরই করা হবে।

ঝালকাঠির কাঠালিয়ায় এক অসহায় পরিবারের বাড়ি ঘর ভাংচুর ও হত্যার হুমকিতে আদালতে মামলা

রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রীদের প্রথম পূনর্মিলনী উৎসব

আপডেট সময় ০৮:১৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩

মীর সৌরভ,রাজবাড়ী

হোক না বয়স আঠারো কিংবা আশি, এসো প্রাণে প্রাণ মিলিয়ে এক সাথে হাসি’ এই শ্লোগানকে বুকে ধারণ করে রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্রীদের প্রথম পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রাবার(২৯ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জানা গেছে,১৯৪১ সালে প্রতিষ্ঠা হয় রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের। দীর্ঘ প্রায় ৮২ বছরের প্রথম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাক্তণ ও বর্তমান ছাত্রীদের পূর্ণমিলনী।এই পূর্ণমিলনী সফল করতে দেবাহুতি চক্রবর্তীকে আহ্বায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

এ অনুষ্ঠানে রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় সহস্রাধিক প্রাক্তণ ছাত্রীরা অংশগ্রহণ করছে।দিনব্যাপী এ অনুষ্ঠান উপলক্ষ্যে নানা কার্যক্রম হাতে নিয়েছে অনুষ্ঠান উদযাপন কমিটি। ওই দিন সকাল ৮টায় অনুষ্ঠান উদ্বোধন, সকাল ৯টায় বর্ণাঢ্য র‌্যালী, মোমবাতি প্রজ্জ্বলন, স্মৃতি চারণ, প্রাক্তণ ছাত্রীদের আনন্দ উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান(চম্বুক) ও মেহেদী উৎসব পালিত হবে।

পুনর্মিলনী উপলক্ষে এদিন সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় করতে থাকেন প্রাক্তন আর বর্তমান ছাত্রীরা। প্রাক্তন ছাত্রীদের অনেকেই বর্তমানে দেশের বহু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। তারা তাদের পরিবার নিয়ে অংশ নেন পুনর্মিলনীতে।পুরনো সহপাঠীদের কাছে পেয়ে গল্প, আড্ডা, গান, নাচ ও ছবি তোলায় মেতে উঠে সবাই।

সেই সাবেকরা যেন খুঁজে ফিরছিলেন তাদের স্কুল জীবনের সেইসব স্বর্ণময় দিনগুলো। যেদিকেই চোখ যায় সেদিকেই ভিড়-বুনো উল্লাস। সেকেন্ডেরও ভগ্নাংশে চলছে ক্লিক ক্লিক, দেদারসে উঠছে সেলফি-ছবি। পেছনের দৃশ্যপটে কোথাও বিদ্যালয় তো, কোথাও আবার মঞ্চস্থল। ফেলে আসা ক্লাসরুম, শিক্ষক আর হারিয়ে যাওয়া বন্ধুরা মিলে হুড়মুড়িয়ে বইতে থাকে গল্পের স্রোত।

প্রথম পুনর্মিলনী উদযাপন কমিটির সহ-সভাপতি নূর তাজ তাজিয়া বলেন, স্কুল প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে আজ পর্যন্ত স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা পুনর্মিলনীতে অংশ নিয়েছে।প্রায় ১ হাজার ছাত্রী এতে রেজিস্ট্রেশন করেছে।এছাড়াও অনেক গেস্ট থাকবে।পুনর্মিলনীর মাধ্যম দিয়ে
অনেকেই তাদের হারানো স্মৃতি ফিরে পাবে।সবার সাথে সবার দেখা হবে।আমাদের এই প্রোগ্রাম প্রতি বছরই করা হবে।