ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী র‍্যাবের হাতে গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
  • ২৪ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবাসহ মোঃ নাজমুল (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-০৪ (সিপিসি-৩)।

বুধবার (১২ জুলাই) দুপুরে র‍্যাব-৪ এর কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে। এসময় ২৬৫ পিচ ইয়াবা, মাদক বিক্রির নগদ ৩০ হাজার ৮০০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ নাজমুল উপজেলার উত্তর ভাড়ারিয়া গ্রামের মোঃ শরিফের ছেলে।

লেঃ কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামি একজন সক্রিয় মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মানিকগঞ্জ সদর থানাসহ আশপাশের এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় করে আসছিলো। এই তথ্য পাওয়ার পর তাকে গ্রেফতারের জন্য তৎপর হয়ে ওঠে এবং গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল হতে আসামীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মামলা প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রীদের প্রথম পূনর্মিলনী উৎসব

মানিকগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী র‍্যাবের হাতে গ্রেফতার

আপডেট সময় ১০:৪৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবাসহ মোঃ নাজমুল (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-০৪ (সিপিসি-৩)।

বুধবার (১২ জুলাই) দুপুরে র‍্যাব-৪ এর কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে। এসময় ২৬৫ পিচ ইয়াবা, মাদক বিক্রির নগদ ৩০ হাজার ৮০০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ নাজমুল উপজেলার উত্তর ভাড়ারিয়া গ্রামের মোঃ শরিফের ছেলে।

লেঃ কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামি একজন সক্রিয় মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মানিকগঞ্জ সদর থানাসহ আশপাশের এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় করে আসছিলো। এই তথ্য পাওয়ার পর তাকে গ্রেফতারের জন্য তৎপর হয়ে ওঠে এবং গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল হতে আসামীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মামলা প্রক্রিয়াধীন।