ঢাকা ১০:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সালথায় আইন শৃঙ্খলা ও উপ‌জেলা প‌রিষদের মা‌সিক সভা অনু‌ষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৩১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
  • ৮১ বার পড়া হয়েছে

আকাশ সাহাঃ সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ

ফরিদপুরের সালথায় উপজেলা আইন শৃঙ্খলা ক‌মি‌টির সভা ও উপ‌জেলা প‌রিষ‌দের উন্নয়ন সমন্বয় কমিটির সভা এবং উপ‌জেলা প‌রিষ‌দের মা‌সিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন সালথা এর আ‌য়োজ‌নে বুধবার (২০ জুন) বেলা ১১টায় উপজেলা প‌রিষদ স‌ম্মেলন ক‌ক্ষে জুন মা‌সের এই মাসিক সভা অনু‌ষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপ‌জেলা পরিষ‌দের চেয়ারম‌্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সালথা সরকা‌রি ক‌লে‌জের অধ‌্যক্ষ‌ কৃষ্ণচন্ত্র বর্মণ, উপ‌জেলা ম‌হিলা ভাইস‌ চেয়ারম‌্যান রুপা‌ বেগম, ভাইস চেয়ারম‌্যান আছাদ মাতুব্বর, উপ‌জেলা আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান ফারুকুজ্জান ফ‌কির মিয়া, সালথা থানা পু‌লি‌শের এসআই রা‌কিবুল ইসলাম প্রমূখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন স্কুল-কলেজের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সমাধা‌নের কথা তুলে ধরে বক্তব্য রাখেন। আসন্ন পবিত্র ঈদ উল আযহা ও বর্তমান রাজ‌নৈ‌তিক প‌রি‌স্থি‌তি‌তে জনপ্র‌তি‌নি‌ধিসহ সবাই‌কে দা‌য়িত্বশীল আচরণ করার কথা ব‌লেন পাশাপা‌শি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। পরব‌র্তী সম‌য়ে উপ‌জেলার সর্বত্র আইন শৃঙ্খলা যেন স্বাভা‌বিক থা‌কে সেই বিষ‌য়ে সবাই‌কে দা‌য়িত্বশীল আ‌চরণ করার কথা ব‌লেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইসলামী সংস্কৃতির প্রচার-প্রসারের অগ্রনায়ক মুফতি রুহুল আমিন মাহমুদী

সালথায় আইন শৃঙ্খলা ও উপ‌জেলা প‌রিষদের মা‌সিক সভা অনু‌ষ্ঠিত

আপডেট সময় ০৭:৩১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩

আকাশ সাহাঃ সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ

ফরিদপুরের সালথায় উপজেলা আইন শৃঙ্খলা ক‌মি‌টির সভা ও উপ‌জেলা প‌রিষ‌দের উন্নয়ন সমন্বয় কমিটির সভা এবং উপ‌জেলা প‌রিষ‌দের মা‌সিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন সালথা এর আ‌য়োজ‌নে বুধবার (২০ জুন) বেলা ১১টায় উপজেলা প‌রিষদ স‌ম্মেলন ক‌ক্ষে জুন মা‌সের এই মাসিক সভা অনু‌ষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপ‌জেলা পরিষ‌দের চেয়ারম‌্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সালথা সরকা‌রি ক‌লে‌জের অধ‌্যক্ষ‌ কৃষ্ণচন্ত্র বর্মণ, উপ‌জেলা ম‌হিলা ভাইস‌ চেয়ারম‌্যান রুপা‌ বেগম, ভাইস চেয়ারম‌্যান আছাদ মাতুব্বর, উপ‌জেলা আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান ফারুকুজ্জান ফ‌কির মিয়া, সালথা থানা পু‌লি‌শের এসআই রা‌কিবুল ইসলাম প্রমূখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন স্কুল-কলেজের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সমাধা‌নের কথা তুলে ধরে বক্তব্য রাখেন। আসন্ন পবিত্র ঈদ উল আযহা ও বর্তমান রাজ‌নৈ‌তিক প‌রি‌স্থি‌তি‌তে জনপ্র‌তি‌নি‌ধিসহ সবাই‌কে দা‌য়িত্বশীল আচরণ করার কথা ব‌লেন পাশাপা‌শি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। পরব‌র্তী সম‌য়ে উপ‌জেলার সর্বত্র আইন শৃঙ্খলা যেন স্বাভা‌বিক থা‌কে সেই বিষ‌য়ে সবাই‌কে দা‌য়িত্বশীল আ‌চরণ করার কথা ব‌লেন।