ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
এইমাত্র প্রাপ্ত ::
Logo রমজানে দ্রব্যমূল্য মানুষের ক্রয় সীমায় রাখুন- রাজবাড়ীতে ইসলামি আন্দোলন বাংলাদেশ Logo বাল্যবিবাহের প্রস্তুতির সময় ভুয়া কাজী গ্রেফতার Logo দুবাইতে আলোচিত আরাভ খানকে আটকের গুঞ্জন Logo ৭বছরের শিশু ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার Logo ঝালকাঠিতে নিজ যোগ্যতায় পুলিশে চাকুরী পেলো ২৬ নারী পুরুষ Logo বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে শেখ হাসিনা-এমপি জিল্লুল হাকিম Logo অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি Logo রাজবাড়ী পাংশা থেকে ৭ কেজি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৩ Logo পুলিশের তৎপরতায় পাচার হওয়া থেকে রক্ষা পেল দুই শিক্ষার্থী Logo প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে দুই গ্রাম পুলিশ
রাজবাড়ীতে আন্তঃজেলা ডাকাত চক্রের মূল হোতাসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজবাড়ীতে ৫ ডাকাত গ্রেফতার

  • সুজন বিষ্ণু
  • আপডেট সময় ০৭:০০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
  • ২৯৬ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে আন্তঃজেলা ডাকাত চক্রের মূল হোতাসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এ তথ্য জানান।

তিনি জানান, কালুখালী থানার একটি গরু বোঝাই পিকাপ ডাকাতির মামলা তদন্ত করতে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকটি শনাক্ত করা হয়। গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন মহাসড়কে গরু বোঝাই ট্রাক ও পিকাপ থামিয়ে গরু ডাকাতি করতো। মূলত মধ্যরাতে নিজেদের ট্রাক নিয়ে গরু বোঝাই ট্রাকের পিছু নিত তারা। সুযোগ বুঝে সেই ট্রাকের চালককে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাক থামাতে বাধ্য করে নিজেদের ট্রাকে তুলে নিত গরু। খামার কিংবা গৃহস্থের গোয়াল ঘর থেকেও গরু ডাকাতি করতো চক্রটি। তারপর বিভিন্ন জেলায় নিয়ে সস্তায় গরু বিক্রি করে দিত তারা। গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজার এলাকা থেকে ডাকাত চক্রের মূল হোতা আকবর মোল্লাসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- রাজবাড়ীর পাংশা উপজেলার পূর্ব বাগদুলী গ্রামের আফজাল মোল্লার ছেলে ডাকাত সর্দার আকবর মোল্লা (৩৮), তার সহযোগী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পোল্লাকান্দি গ্রামের মুসলিম ওরফে মছির উদ্দিন ওরফে বাবুর ছেলে মমিনুল ওরফে মমিন ওরফে রুপচান (৩৫), মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার জিয়নপুর গ্রামের মৃত শেখ মজিবর রহমানের ছেলে ইয়াকুব আলী শেখ ড্রাইভার (৩৮), লক্ষীপুর সদর উপজেলার সমশেরাবাদ গ্রামের হাবিবুর রহমানের ছেলে শাহিন মোল্লা (২৭) ও মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার পাড়াগ্রামের মো. রব্বানীর ছেলে মো. সুজন (২৬)।
গ্রেফতারকৃতদের প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, ডাকাতিসহ একাধিক করে মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শাহ নেওয়াজ, পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা, ডিআইও ওয়ান সাইদুল ইসলাম, কালুখালী থানার ওসি নাজমুল হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠির কাঠালিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে মিল্ক কর্মসূচি চালু

রাজবাড়ীতে আন্তঃজেলা ডাকাত চক্রের মূল হোতাসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজবাড়ীতে ৫ ডাকাত গ্রেফতার

আপডেট সময় ০৭:০০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২

রাজবাড়ীতে আন্তঃজেলা ডাকাত চক্রের মূল হোতাসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এ তথ্য জানান।

তিনি জানান, কালুখালী থানার একটি গরু বোঝাই পিকাপ ডাকাতির মামলা তদন্ত করতে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকটি শনাক্ত করা হয়। গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন মহাসড়কে গরু বোঝাই ট্রাক ও পিকাপ থামিয়ে গরু ডাকাতি করতো। মূলত মধ্যরাতে নিজেদের ট্রাক নিয়ে গরু বোঝাই ট্রাকের পিছু নিত তারা। সুযোগ বুঝে সেই ট্রাকের চালককে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাক থামাতে বাধ্য করে নিজেদের ট্রাকে তুলে নিত গরু। খামার কিংবা গৃহস্থের গোয়াল ঘর থেকেও গরু ডাকাতি করতো চক্রটি। তারপর বিভিন্ন জেলায় নিয়ে সস্তায় গরু বিক্রি করে দিত তারা। গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজার এলাকা থেকে ডাকাত চক্রের মূল হোতা আকবর মোল্লাসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- রাজবাড়ীর পাংশা উপজেলার পূর্ব বাগদুলী গ্রামের আফজাল মোল্লার ছেলে ডাকাত সর্দার আকবর মোল্লা (৩৮), তার সহযোগী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পোল্লাকান্দি গ্রামের মুসলিম ওরফে মছির উদ্দিন ওরফে বাবুর ছেলে মমিনুল ওরফে মমিন ওরফে রুপচান (৩৫), মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার জিয়নপুর গ্রামের মৃত শেখ মজিবর রহমানের ছেলে ইয়াকুব আলী শেখ ড্রাইভার (৩৮), লক্ষীপুর সদর উপজেলার সমশেরাবাদ গ্রামের হাবিবুর রহমানের ছেলে শাহিন মোল্লা (২৭) ও মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার পাড়াগ্রামের মো. রব্বানীর ছেলে মো. সুজন (২৬)।
গ্রেফতারকৃতদের প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, ডাকাতিসহ একাধিক করে মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শাহ নেওয়াজ, পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা, ডিআইও ওয়ান সাইদুল ইসলাম, কালুখালী থানার ওসি নাজমুল হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।