ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিনটির কার্যক্রম বন্ধ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
  • ১৬ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি, ৩ মার্চ

মানিকগঞ্জে অভিযান চালিয়ে তিনটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দিয়েছে সিভিল সার্জন কার্যালয়।

রোববার ( ৩ মার্চ) দুপুরের দিকে মানিকগঞ্জের সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার মা ও শিশু হাসপাতাল, প্রাইম জেনারেল হাসপাতাল ও ফিরোজা জেনারেল হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

এ সময় মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ লুৎফর রহমান, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (টিবি ও লেপ্রসি) ডা. আল-আমীনসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযানে বন্ধ করে দেয়া হাসপাতালগুলোতে নিয়মিত ডিউটি ডাক্তার, প্রশিক্ষত নার্স, টেকনোলোজিস্ট, টেকনিশিয়ানসহ দক্ষ জনবল না থাকা ও নানা অনিয়মের অভিযোগে সেগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন সিভিল সার্জন ডাঃ মোঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী।

তিনি জানান, দক্ষ জনবল না থাকায় ও নিয়ম নীতি ছাড়াই হাসপাতালের কার্যক্রম পরিচালনা করার দায়ে তাদের কার্যক্রম বন্ধ দেওয়া হয়েছে। পরবর্তীতে হাসপাতাল পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল বিষয়ে তাদের ভুলগুলো সংশোধন করে আমাদের অবগত করলে আমরা তদন্ত করে ভালো ফলাফল পেলে তারা পুনরায় কার্যক্রম চালু করতে পারবে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সাইফুল ইসলাম
মানিকগঞ্জ প্রতিনিধি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইসলামী সংস্কৃতির প্রচার-প্রসারের অগ্রনায়ক মুফতি রুহুল আমিন মাহমুদী

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিনটির কার্যক্রম বন্ধ

আপডেট সময় ১১:০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি, ৩ মার্চ

মানিকগঞ্জে অভিযান চালিয়ে তিনটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দিয়েছে সিভিল সার্জন কার্যালয়।

রোববার ( ৩ মার্চ) দুপুরের দিকে মানিকগঞ্জের সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার মা ও শিশু হাসপাতাল, প্রাইম জেনারেল হাসপাতাল ও ফিরোজা জেনারেল হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

এ সময় মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ লুৎফর রহমান, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (টিবি ও লেপ্রসি) ডা. আল-আমীনসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযানে বন্ধ করে দেয়া হাসপাতালগুলোতে নিয়মিত ডিউটি ডাক্তার, প্রশিক্ষত নার্স, টেকনোলোজিস্ট, টেকনিশিয়ানসহ দক্ষ জনবল না থাকা ও নানা অনিয়মের অভিযোগে সেগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন সিভিল সার্জন ডাঃ মোঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী।

তিনি জানান, দক্ষ জনবল না থাকায় ও নিয়ম নীতি ছাড়াই হাসপাতালের কার্যক্রম পরিচালনা করার দায়ে তাদের কার্যক্রম বন্ধ দেওয়া হয়েছে। পরবর্তীতে হাসপাতাল পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল বিষয়ে তাদের ভুলগুলো সংশোধন করে আমাদের অবগত করলে আমরা তদন্ত করে ভালো ফলাফল পেলে তারা পুনরায় কার্যক্রম চালু করতে পারবে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সাইফুল ইসলাম
মানিকগঞ্জ প্রতিনিধি।