ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভোট বর্জনের সমর্থনে লিফলেট বিতরণ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:২৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
  • ২৯ বার পড়া হয়েছে

ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের দোহায় বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছেন প্রবাসী বিএনপি রাজবাড়ীর নেতাকর্মীরা।

রাজবাড়ী জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নির্দেশে এই লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কাতার প্রবাসী বিএনপি রাজবাড়ীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা।

লিফলেট বিতরণ শেষে পথসভায় বক্তব্য রাখেন কাতারে অবস্থানরত স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে পথ সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

এ সময় তিনি কাতার প্রবাসী সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানান, এবং সবার উদ্দেশ্যে বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন বাংলাদেশের মানুষ দেখেছে, কিভাবে দিনের ভোট রাতে নেয়া হয়। সরকার বিরোধী দলবিহীন একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে, সেটা কোনো নির্বাচন নয়, নির্বাচনের নামে একটা নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে।

২০১৪ ও ২০১৮ সালের মতো এবারও আরেকটি সাজানো, পাতানো ও আসন ভাগাভাগির নির্বাচন হতে যাচ্ছে। যাকেই ভোট দেওয়া হবে, তিনি হয় নৌকার প্রার্থী, না হয় ডামি প্রার্থী, না হয় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। আগামী সংসদে বিরোধী দল নির্ধারণ করতেই একতরফা, ভাগ-বাটোয়ারার এই নির্বাচন করছে সরকার। কিন্তু জনগণ এই একতরফা নির্বাচন ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে। একই সাথে রাজবাড়ী জেলা সহ দেশের সকল জনগণকে আহ্বান জানিয়েছেন সবাই যেন এই প্রশাসনের নির্বাচনকে বয়কট করে।

জনপ্রিয় সংবাদ

ইসলামী সংস্কৃতির প্রচার-প্রসারের অগ্রনায়ক মুফতি রুহুল আমিন মাহমুদী

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভোট বর্জনের সমর্থনে লিফলেট বিতরণ

আপডেট সময় ১০:২৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪

ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের দোহায় বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছেন প্রবাসী বিএনপি রাজবাড়ীর নেতাকর্মীরা।

রাজবাড়ী জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নির্দেশে এই লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কাতার প্রবাসী বিএনপি রাজবাড়ীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা।

লিফলেট বিতরণ শেষে পথসভায় বক্তব্য রাখেন কাতারে অবস্থানরত স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে পথ সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

এ সময় তিনি কাতার প্রবাসী সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানান, এবং সবার উদ্দেশ্যে বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন বাংলাদেশের মানুষ দেখেছে, কিভাবে দিনের ভোট রাতে নেয়া হয়। সরকার বিরোধী দলবিহীন একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে, সেটা কোনো নির্বাচন নয়, নির্বাচনের নামে একটা নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে।

২০১৪ ও ২০১৮ সালের মতো এবারও আরেকটি সাজানো, পাতানো ও আসন ভাগাভাগির নির্বাচন হতে যাচ্ছে। যাকেই ভোট দেওয়া হবে, তিনি হয় নৌকার প্রার্থী, না হয় ডামি প্রার্থী, না হয় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। আগামী সংসদে বিরোধী দল নির্ধারণ করতেই একতরফা, ভাগ-বাটোয়ারার এই নির্বাচন করছে সরকার। কিন্তু জনগণ এই একতরফা নির্বাচন ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে। একই সাথে রাজবাড়ী জেলা সহ দেশের সকল জনগণকে আহ্বান জানিয়েছেন সবাই যেন এই প্রশাসনের নির্বাচনকে বয়কট করে।