ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ঝালকাঠিতে বৃদ্ধের পরিবারকে মামলার হুমকি ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪৩:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
  • ৩১ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরের মেডিকেল মোড় এলাকার বৃদ্ধ একেএম শাহ আলম তালুকদারের পরিবারের সদষ্যদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও খুন জখমের হুমকি এবং জমি দখলের চেষ্টা প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার দুপুরে রাজাপুর সাংবাদিক ক্লাবে বৃদ্ধ একেএম শাহ আলম তালুকদার তার পরিবারের সদস্যদের নিয়ে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত অভিযোগ করে বলেন, উপজেলার মেডিকেল মোড় এলাকায় ১৯৮০ সালের ৩০ জুন ৪৫৯৪ নং রেজিস্ট্রিকৃত দলিল মুলে ২৬.২৫ শতাংশ জমি ক্রয় করে সিমানা পিলার নির্ধারণ পূর্বক বসত গৃহ নির্মান করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। কিন্তু কয়েক মাস ধরে আমার ছেলেরা নিজ নিজ কর্মে ঢাকা, খুলনা ও বাগেরহাট থাকায় প্রতিবেশী মৃত কেরামত আলী আজাদ মৃধার মেয়ে স্বর্ণা আক্তার (৩৮) ও নিনা আক্তার (৪২) এবং কেরামত আলী আজাদ মৃধার সন্তান মোঃ মিলন মৃধার ছেলে মোঃ চেচেন মৃধা (২৫) বৃদ্ধ একেএম শাহ আলম তালুকদারের দখলীয় বসতবাড়ির জমির মধ্যে জোরপূর্বক দুইটি ওয়াল করে। সংবাদ সম্মেরনে একেএম শাহ আলম তালুকদারের আরও অভিযোগ করে বলেন, গত ২০ অক্টোবর গভীর রাতে আমার দখলীয় জমির দোকানঘর ভেঙে ফেলে ও রোপনকৃত বিভিন্ন প্রজাতির গাছ কেটে জমি দখলের চেষ্টা চালায়। আমার বাঁধা দিলে গেলে আমাদের খুন, গুম ও বিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দেয়। বেপরোয়া প্রতিকপক্ষ স্বর্ণা আক্তার ও নিনা আক্তার গত ১৬ অক্টোবর দুপুরে উপজেলা সেটেলমেন্ট অফিসে আটকিয়ে তুচ্ছ ঘটনায় ইন্দ্রপাশা গ্রামের আব্দুল শুক্কুর হাওলাদারকে লাঞ্ছিত করে। তাদের বেপরোয়া আচরনে স্থানীয়রা আতংকিত। সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ ও প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন। অভিযোগের বিষয়ে নিনা আক্তার পুলিশের কাছে দাবি করেন, তাদের জমিতে তারা কাজ করতে চাচ্ছেন। স্থানীয় শালিশের মাধ্যমে জমি মাপ করে তা উভয় পক্ষকে বুঝিয়ে দেয়ার পর তাদের জমিতে কাজ করার প্রস্তুতি নেয়া হচ্ছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় বৃদ্ধ একেএম শাহ আলম তালুকদার সার্কেল অফিস ও রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাজাপুর থানার এসআই পলাশ জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, তদন্ত করে উধ্বর্তন কর্মকর্তাদের অবহিতপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এইচ এম নাসির উদ্দিন
ঝালকাঠি প্রতিনিধি।

ট্যাগস :

ঝালকাঠির কাঠালিয়ায় এক অসহায় পরিবারের বাড়ি ঘর ভাংচুর ও হত্যার হুমকিতে আদালতে মামলা

ঝালকাঠিতে বৃদ্ধের পরিবারকে মামলার হুমকি ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৮:৪৩:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরের মেডিকেল মোড় এলাকার বৃদ্ধ একেএম শাহ আলম তালুকদারের পরিবারের সদষ্যদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও খুন জখমের হুমকি এবং জমি দখলের চেষ্টা প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার দুপুরে রাজাপুর সাংবাদিক ক্লাবে বৃদ্ধ একেএম শাহ আলম তালুকদার তার পরিবারের সদস্যদের নিয়ে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত অভিযোগ করে বলেন, উপজেলার মেডিকেল মোড় এলাকায় ১৯৮০ সালের ৩০ জুন ৪৫৯৪ নং রেজিস্ট্রিকৃত দলিল মুলে ২৬.২৫ শতাংশ জমি ক্রয় করে সিমানা পিলার নির্ধারণ পূর্বক বসত গৃহ নির্মান করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। কিন্তু কয়েক মাস ধরে আমার ছেলেরা নিজ নিজ কর্মে ঢাকা, খুলনা ও বাগেরহাট থাকায় প্রতিবেশী মৃত কেরামত আলী আজাদ মৃধার মেয়ে স্বর্ণা আক্তার (৩৮) ও নিনা আক্তার (৪২) এবং কেরামত আলী আজাদ মৃধার সন্তান মোঃ মিলন মৃধার ছেলে মোঃ চেচেন মৃধা (২৫) বৃদ্ধ একেএম শাহ আলম তালুকদারের দখলীয় বসতবাড়ির জমির মধ্যে জোরপূর্বক দুইটি ওয়াল করে। সংবাদ সম্মেরনে একেএম শাহ আলম তালুকদারের আরও অভিযোগ করে বলেন, গত ২০ অক্টোবর গভীর রাতে আমার দখলীয় জমির দোকানঘর ভেঙে ফেলে ও রোপনকৃত বিভিন্ন প্রজাতির গাছ কেটে জমি দখলের চেষ্টা চালায়। আমার বাঁধা দিলে গেলে আমাদের খুন, গুম ও বিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দেয়। বেপরোয়া প্রতিকপক্ষ স্বর্ণা আক্তার ও নিনা আক্তার গত ১৬ অক্টোবর দুপুরে উপজেলা সেটেলমেন্ট অফিসে আটকিয়ে তুচ্ছ ঘটনায় ইন্দ্রপাশা গ্রামের আব্দুল শুক্কুর হাওলাদারকে লাঞ্ছিত করে। তাদের বেপরোয়া আচরনে স্থানীয়রা আতংকিত। সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ ও প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন। অভিযোগের বিষয়ে নিনা আক্তার পুলিশের কাছে দাবি করেন, তাদের জমিতে তারা কাজ করতে চাচ্ছেন। স্থানীয় শালিশের মাধ্যমে জমি মাপ করে তা উভয় পক্ষকে বুঝিয়ে দেয়ার পর তাদের জমিতে কাজ করার প্রস্তুতি নেয়া হচ্ছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় বৃদ্ধ একেএম শাহ আলম তালুকদার সার্কেল অফিস ও রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাজাপুর থানার এসআই পলাশ জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, তদন্ত করে উধ্বর্তন কর্মকর্তাদের অবহিতপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এইচ এম নাসির উদ্দিন
ঝালকাঠি প্রতিনিধি।