ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে দুর্বৃত্তের এলোপাতাড়ি কোপে প্রাণ গেলো ইউনিয়ন শ্রমিক লীগে নেতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
  • ৬৬ বার পড়া হয়েছে

গতকাল ১৫ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার কোনা গ্রামে বাড়িতে ফিরছিলেন নারুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি মুন্না আজিজ মহাজন। পথে মণ্ডল মোড়ে এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা সড়কে বাঁশ দিয়ে তার গতিরোধ করে। এ সময় তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুর রহমান মহাজন বালিয়াকান্দি থানায় ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম জানান জমিজমা নিয়ে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এ নিয়ে বেস কিছু মামলা চলোমান রয়েছে। সেই সুত্র ধরেই মুলত গতকাল রাতে আনুমানিক সাড়ে ৭টার দিকে প্রতিপক্ষ রেজাউল মহাজনের ৬/৭জন লোক মুন্না আজিজের উপরে হামলা করে। এসময় তার মাথায় ও পাপে আঘাত করে পালিয়ে যায়। এঘটনায় নিহতের ভাই একটি মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

মোঃ সুজন খন্দকার
রাজবাড়ী প্রতিনিধি।

ঝালকাঠির কাঠালিয়ায় এক অসহায় পরিবারের বাড়ি ঘর ভাংচুর ও হত্যার হুমকিতে আদালতে মামলা

রাজবাড়ীতে দুর্বৃত্তের এলোপাতাড়ি কোপে প্রাণ গেলো ইউনিয়ন শ্রমিক লীগে নেতার

আপডেট সময় ০২:৫৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩

গতকাল ১৫ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার কোনা গ্রামে বাড়িতে ফিরছিলেন নারুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি মুন্না আজিজ মহাজন। পথে মণ্ডল মোড়ে এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা সড়কে বাঁশ দিয়ে তার গতিরোধ করে। এ সময় তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুর রহমান মহাজন বালিয়াকান্দি থানায় ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম জানান জমিজমা নিয়ে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এ নিয়ে বেস কিছু মামলা চলোমান রয়েছে। সেই সুত্র ধরেই মুলত গতকাল রাতে আনুমানিক সাড়ে ৭টার দিকে প্রতিপক্ষ রেজাউল মহাজনের ৬/৭জন লোক মুন্না আজিজের উপরে হামলা করে। এসময় তার মাথায় ও পাপে আঘাত করে পালিয়ে যায়। এঘটনায় নিহতের ভাই একটি মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

মোঃ সুজন খন্দকার
রাজবাড়ী প্রতিনিধি।