ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

সংবাদ প্রকাশের পর ব্যানার-ফেস্টুন অপসারণ করল রাজবাড়ী পৌরসভা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২০:১১ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • ২১ বার পড়া হয়েছে

শহর থেকে ব্যানার-ফেস্টুন অপসারণ করেছে রাজবাড়ী পৌরসভা। এতে শহর ফিরে পেয়েছে তার হারানো সৌন্দর্য। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী পৌরসভার উদ্যোগে ১নং রেলগেট থেকে জেলা পরিষদের সামনে পর্যন্ত ও বড় পুল মোড় থেকে মুরগির ফার্ম পর্যন্ত সড়ক ডিভাইডারের মাঝে লাগানো ব্যানার-ফেস্টুনগুলো অপসারণ করা হয়।

এর আগে, গত শনিবার (২৩ সেপ্টেম্বর) ‘প্রচারণার ব্যানার-ফেস্টুনে সৌন্দর্য হারাচ্ছে রাজবাড়ী শহর’ এমন শিরোনামে সংবাদ প্রকাশিত হয় বিভিন্ন সংবাদমাধ্যমে তারপর সেটি প্রকাশ করে রাজবাড়ী জেলার সর্বাধিক জনপ্রিয় অনলাইন মিডিয়া প্লাটফর্ম রাজবাড়ী সার্কেল সহ বেশ কয়েকটি গণমাধ্যমে। নিউজ প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ মানুষের মুখে মুখে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এরপর নড়েচড়ে বসে রাজবাড়ী পৌরসভা।

জানা গেছে, নিয়মনীতি ও আইনের তোয়াক্কা না করেই সড়কের বৈদ্যুতিক খুঁটি থেকে শুরু করে ল্যাম্পপোস্ট, এমনকি শহরের সৌন্দর্য বর্ধনে সড়ক ডিভাইডারের মাঝে লাগানো গাছের সঙ্গে বাঁশ ও কাঁঠের কাঠামোতে লাগানো হয়েছিল এসব ব্যানার-ফেস্টুন।

সংসদ সদস্য থেকে শুরু করে এলাকার পাতি নেতারাও যেভাবে পেরেছেন নিজের বড় বড় ছবি সম্বলিত ব্যানার-পোস্টার লাগিয়েছিলেন। এছাড়া বিভিন্ন কোচিং সেন্টারসহ নানা বাণিজ্যিক প্রতিষ্ঠান লাগিয়ে ছিল ব্যানার ও পোস্টার। এতে যেমন নষ্ট হচ্ছিল শহরের সৌন্দর্য তেমনি ঘটছিলো নানা ধরনের দুর্ঘটনা। তাই শহর থেকে এসব ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড অপসারণের দাবি জানায় শহরবাসী।

রাজবাড়ী শহরের স্থানীয় বাসিন্দারা বলেন, প্রচারণার ব্যানার-ফেস্টুনের কারণে শহরের সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছিল। এছাড়া ব্যানার-ফেস্টুনের কারণে রাস্তার এপাশ থেকে ওপাশে দেখা যেত না। এতে বিভিন্ন সময়ে ঘটতো নানা দুর্ঘটনা। রাজবাড়ী পৌরসভা আজ শহর থেকে এসব ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড অপসারণ করেছে। এতে শহর ফিরে পেয়েছে তারা হারানো সৌন্দর্য।

রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ বলেন, শহর থেকে আজ ব্যানার-ফেস্টুন অপসারণ করা হয়েছে।শহরের সৌন্দর্য রক্ষার জন্য রাজবাড়ী পৌরসভা এমন কাজ চলমান থাকবে।

©️মীর সৌরভ, ঢাকা পোস্ট

জনপ্রিয় সংবাদ

ফরিদপুর-১ আসনে আ.লীগের সভাপতি মন্ডলির সদস্য আব্দুর রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল

সংবাদ প্রকাশের পর ব্যানার-ফেস্টুন অপসারণ করল রাজবাড়ী পৌরসভা

আপডেট সময় ০৬:২০:১১ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

শহর থেকে ব্যানার-ফেস্টুন অপসারণ করেছে রাজবাড়ী পৌরসভা। এতে শহর ফিরে পেয়েছে তার হারানো সৌন্দর্য। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী পৌরসভার উদ্যোগে ১নং রেলগেট থেকে জেলা পরিষদের সামনে পর্যন্ত ও বড় পুল মোড় থেকে মুরগির ফার্ম পর্যন্ত সড়ক ডিভাইডারের মাঝে লাগানো ব্যানার-ফেস্টুনগুলো অপসারণ করা হয়।

এর আগে, গত শনিবার (২৩ সেপ্টেম্বর) ‘প্রচারণার ব্যানার-ফেস্টুনে সৌন্দর্য হারাচ্ছে রাজবাড়ী শহর’ এমন শিরোনামে সংবাদ প্রকাশিত হয় বিভিন্ন সংবাদমাধ্যমে তারপর সেটি প্রকাশ করে রাজবাড়ী জেলার সর্বাধিক জনপ্রিয় অনলাইন মিডিয়া প্লাটফর্ম রাজবাড়ী সার্কেল সহ বেশ কয়েকটি গণমাধ্যমে। নিউজ প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ মানুষের মুখে মুখে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এরপর নড়েচড়ে বসে রাজবাড়ী পৌরসভা।

জানা গেছে, নিয়মনীতি ও আইনের তোয়াক্কা না করেই সড়কের বৈদ্যুতিক খুঁটি থেকে শুরু করে ল্যাম্পপোস্ট, এমনকি শহরের সৌন্দর্য বর্ধনে সড়ক ডিভাইডারের মাঝে লাগানো গাছের সঙ্গে বাঁশ ও কাঁঠের কাঠামোতে লাগানো হয়েছিল এসব ব্যানার-ফেস্টুন।

সংসদ সদস্য থেকে শুরু করে এলাকার পাতি নেতারাও যেভাবে পেরেছেন নিজের বড় বড় ছবি সম্বলিত ব্যানার-পোস্টার লাগিয়েছিলেন। এছাড়া বিভিন্ন কোচিং সেন্টারসহ নানা বাণিজ্যিক প্রতিষ্ঠান লাগিয়ে ছিল ব্যানার ও পোস্টার। এতে যেমন নষ্ট হচ্ছিল শহরের সৌন্দর্য তেমনি ঘটছিলো নানা ধরনের দুর্ঘটনা। তাই শহর থেকে এসব ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড অপসারণের দাবি জানায় শহরবাসী।

রাজবাড়ী শহরের স্থানীয় বাসিন্দারা বলেন, প্রচারণার ব্যানার-ফেস্টুনের কারণে শহরের সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছিল। এছাড়া ব্যানার-ফেস্টুনের কারণে রাস্তার এপাশ থেকে ওপাশে দেখা যেত না। এতে বিভিন্ন সময়ে ঘটতো নানা দুর্ঘটনা। রাজবাড়ী পৌরসভা আজ শহর থেকে এসব ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড অপসারণ করেছে। এতে শহর ফিরে পেয়েছে তারা হারানো সৌন্দর্য।

রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ বলেন, শহর থেকে আজ ব্যানার-ফেস্টুন অপসারণ করা হয়েছে।শহরের সৌন্দর্য রক্ষার জন্য রাজবাড়ী পৌরসভা এমন কাজ চলমান থাকবে।

©️মীর সৌরভ, ঢাকা পোস্ট