ঝালকাঠি প্রতিনিধি: বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে নির্মমভাবে হত্যার বিচার দাবীতে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার সকালে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক ফোরাম তাদের কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, যমুনা টিভির জেলা প্রতিনিধি দুলাল সাহা, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি অলোক সাহা, এখন টেলিভিশনের রিপোর্টার আল-আমিন তালুকদার, সাংবাদিক আতিকুর রহমান, মানিক আচার্য্য, রিপোর্টার্স ইউনিটির সভাপতি একেএম মোতালেব হোসেন ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এমদাদুল হক স্বপনসহ আরো অনেকে।
বক্তারা, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার সাথে জরিত তাদের প্রত্যককে আইনের আওতায় এনে দ্রুত বিচারের মুখোমূখী করার দাবী জানান।এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি
সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবীতে ঝালকাঠিতে মানববন্ধন
-
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৭:৪৮:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
- ৩৩ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ