ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অস্ত্র-গুলিসহ আটক ১

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
  • ৫৭ বার পড়া হয়েছে

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অস্ত্র-গুলিসহ সুফল বিশ্বাস (৩৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী সুফল ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ঢুমাইন ইউনিয়নের জান নগর গ্রামের পরিতোষ বিশ্বাসের ছেলে।

শনিবার বিকেলে সুফল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। এরপর রাত পৌনে ২ টার সময় তার দেখানো মতে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধীনগর বাজারের সার্বজনীন দূর্গা মন্দির ও আশ্রমের মালিকানাধীন টিন শেডের দুই ঘরের মাঝে ইটের স্তূপের মধ্যে থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) মোঃ টিটুল হোসাইন বলেন, বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর বাজারে চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে।

ওই ঘটনায় গত ১৯ মার্চ বালিয়াকান্দি থানায় মামলা দায়ের হয়। ওই মামলায় সুফল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে তার অস্ত্রের কথা স্বীকার করে। পরে রাতে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত দেখানো মতে ও স্থানীয়দের উপস্থিতে বালিয়াকান্দি থানার সমাধিনগর বাজারের সার্বজনীন দূর্গামন্দির ও আশ্রমের মালিকানাধীন টিন শেডের দুই ঘরের মাঝে ইটের স্তূপের মধ্যে একটি দেশীয় তৈরী ওয়ান শুটার গান, একটি সবুজ রংয়ের কার্তুজ, একটি সাদা রংয়ের কার্তুজ, একটি সবুজ রংয়ের ব্যবহৃত কার্তুজের খোসা উদ্ধার করা হয়। এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় সুফল বিশ্বাসের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পদ্মা নদীকে বালু খেকোদের কবল হতে রক্ষা করতে কঠোর অবস্থানে নাজিরগঞ্জ নৌপুলিশের ওসি সাইদুর রহমান

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অস্ত্র-গুলিসহ আটক ১

আপডেট সময় ০৬:১৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অস্ত্র-গুলিসহ সুফল বিশ্বাস (৩৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী সুফল ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ঢুমাইন ইউনিয়নের জান নগর গ্রামের পরিতোষ বিশ্বাসের ছেলে।

শনিবার বিকেলে সুফল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। এরপর রাত পৌনে ২ টার সময় তার দেখানো মতে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধীনগর বাজারের সার্বজনীন দূর্গা মন্দির ও আশ্রমের মালিকানাধীন টিন শেডের দুই ঘরের মাঝে ইটের স্তূপের মধ্যে থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) মোঃ টিটুল হোসাইন বলেন, বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর বাজারে চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে।

ওই ঘটনায় গত ১৯ মার্চ বালিয়াকান্দি থানায় মামলা দায়ের হয়। ওই মামলায় সুফল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে তার অস্ত্রের কথা স্বীকার করে। পরে রাতে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত দেখানো মতে ও স্থানীয়দের উপস্থিতে বালিয়াকান্দি থানার সমাধিনগর বাজারের সার্বজনীন দূর্গামন্দির ও আশ্রমের মালিকানাধীন টিন শেডের দুই ঘরের মাঝে ইটের স্তূপের মধ্যে একটি দেশীয় তৈরী ওয়ান শুটার গান, একটি সবুজ রংয়ের কার্তুজ, একটি সাদা রংয়ের কার্তুজ, একটি সবুজ রংয়ের ব্যবহৃত কার্তুজের খোসা উদ্ধার করা হয়। এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় সুফল বিশ্বাসের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।