ঢাকা ০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ছাত্রলীগ নেতা সবুজ হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
  • ১০৩ বার পড়া হয়েছে

মীর সামসুজ্জামান,রাজবাড়ী, রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ সুমন সবুজ (৩০) হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৮।

রোববার রাত ৩ টার সময় রাজবাড়ী সদর উপজেলার কাছুন্দি ও মাটিখোলা গ্রাম এলাকা থেকে র‌্যাব-৮ সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দুই আসামি হলেন- রাজবাড়ী সদর উপজেলার কাছুন্দি গ্রামের মো. সামু মোল্লার ছেলে মো. হালিম মোল্লা (৩০) ও মাটিখোলা গ্রামের মো. মহন মোল্লার ছেলে মো. বক্কার মোল্লা (৩৫)।

সোমবার (১ মে) দুপুরে সংবাদ সম্মেলনে র‍্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মো. নাজমুল হক জানান, গত ২৩ এপ্রিল রাত সোয়া ১০ টার দিকে ছাত্রলীগ নেতা সবুজকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ২৫ এপ্রিল সবুজের বাবা শামসুল আলম শেখ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আজিজুল ইসলাম যুবরাজ ও গোলাম মোস্তফা নামে দু’জনকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাদের জবানবন্দির ভিত্তিতে র‍্যাব-৮ ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা কার্যক্রম শুরু করে জানতে পারে হালিম মোল্লা ও বক্কার মোল্লা ছাত্রলীগ নেতা সবুজ হত্যার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। রোববার (৩০ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিজ নিজ গ্রাম থেকে তাদের দু’জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হালিম মোল্লার বিরুদ্ধে এর আগের একটি হত্যা ও একটি অস্ত্র মামলা রয়েছে। অস্ত্র মামলায় তিনি ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি চার বছর এ মামলায় কারাভোগ করে জামিনে বেরিয়ে এসে সবুজ হত্যাকাণ্ড সংঘটিত করেন। তাদের রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহাদাত হোসেন বলেন, ইতিমধ্যে ২ আসামী আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে। র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ২ জনসহ এ মামলায় মোট ৪ আসামী গ্রেপ্তার হয়েছে। অন্যান্য আসামী গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত রবিবার ( ২৩ এপ্রিল ) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের শামসুল আলম শেখের ছেলে বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সুমন সবুজকে তার বাড়ীর ঘরের মধ্যে গুলি করে সন্ত্রাসীরা।ওই দিনই রাত সাড়ে ১২ টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে শেখ সুমন সবুজ মারা যান। এ সময় নিহত সবুজের বন্ধু সজীব শেখ গুলিবিদ্ধ হয়, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হত্যাকান্ডের ঘটনায় গত মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে নিহতের বাবা সামশুল আলম বাবু বাদী হয়ে অজ্ঞাত আসামী করে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জনপ্রিয় সংবাদ

ইসলামী সংস্কৃতির প্রচার-প্রসারের অগ্রনায়ক মুফতি রুহুল আমিন মাহমুদী

রাজবাড়ীতে ছাত্রলীগ নেতা সবুজ হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

আপডেট সময় ১১:৩৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩

মীর সামসুজ্জামান,রাজবাড়ী, রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ সুমন সবুজ (৩০) হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৮।

রোববার রাত ৩ টার সময় রাজবাড়ী সদর উপজেলার কাছুন্দি ও মাটিখোলা গ্রাম এলাকা থেকে র‌্যাব-৮ সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দুই আসামি হলেন- রাজবাড়ী সদর উপজেলার কাছুন্দি গ্রামের মো. সামু মোল্লার ছেলে মো. হালিম মোল্লা (৩০) ও মাটিখোলা গ্রামের মো. মহন মোল্লার ছেলে মো. বক্কার মোল্লা (৩৫)।

সোমবার (১ মে) দুপুরে সংবাদ সম্মেলনে র‍্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মো. নাজমুল হক জানান, গত ২৩ এপ্রিল রাত সোয়া ১০ টার দিকে ছাত্রলীগ নেতা সবুজকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ২৫ এপ্রিল সবুজের বাবা শামসুল আলম শেখ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আজিজুল ইসলাম যুবরাজ ও গোলাম মোস্তফা নামে দু’জনকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাদের জবানবন্দির ভিত্তিতে র‍্যাব-৮ ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা কার্যক্রম শুরু করে জানতে পারে হালিম মোল্লা ও বক্কার মোল্লা ছাত্রলীগ নেতা সবুজ হত্যার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। রোববার (৩০ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিজ নিজ গ্রাম থেকে তাদের দু’জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হালিম মোল্লার বিরুদ্ধে এর আগের একটি হত্যা ও একটি অস্ত্র মামলা রয়েছে। অস্ত্র মামলায় তিনি ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি চার বছর এ মামলায় কারাভোগ করে জামিনে বেরিয়ে এসে সবুজ হত্যাকাণ্ড সংঘটিত করেন। তাদের রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহাদাত হোসেন বলেন, ইতিমধ্যে ২ আসামী আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে। র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ২ জনসহ এ মামলায় মোট ৪ আসামী গ্রেপ্তার হয়েছে। অন্যান্য আসামী গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত রবিবার ( ২৩ এপ্রিল ) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের শামসুল আলম শেখের ছেলে বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সুমন সবুজকে তার বাড়ীর ঘরের মধ্যে গুলি করে সন্ত্রাসীরা।ওই দিনই রাত সাড়ে ১২ টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে শেখ সুমন সবুজ মারা যান। এ সময় নিহত সবুজের বন্ধু সজীব শেখ গুলিবিদ্ধ হয়, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হত্যাকান্ডের ঘটনায় গত মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে নিহতের বাবা সামশুল আলম বাবু বাদী হয়ে অজ্ঞাত আসামী করে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।