সাইকেলের এই রডটি সাধারণত ফ্রেমকে মজবুত করে। কিন্তু লেডিস সাইকেলের রডটি নিচের দিকে দেখা যায়। আসলে নারীদের পোশাকের কথা ভেবেই এই অংশটি ফাঁকা রাখা হয়।

মেয়েরা সাধারণত সালোয়ার কামিজ শাড়ি বা এই ধরনের পোশাক পরতে স্বাচ্ছন্দ্যবোধ করে। আর তাই রডের কারণে মহিলাদের সাইকেল চালাতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয়। এমনকি বেশিরভাগ সময় তাদের পোশাক উঠে যায়। এসব কারণেই লেডিস সাইকেল থেকে সামনে রড খুলে ফেলা হয়, যাতে তারা স্বাচ্ছন্দে সাইকেল চালাতে পারে।
তথ্যসূত্র: অ্যামাজ২৪