ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
এইমাত্র প্রাপ্ত ::
Logo গাজীপুর সিটি করপোরশন ৪৮০ কেন্দ্রের ফলাফল Logo রাজবাড়ীতে মৎস্য কার্ডের চাল না পাওয়ায় মৎস্যজীবিদের মানববন্ধন Logo ঝালকাঠিতে উপজেলা চেয়ারম্যানের সরকারি গাড়ির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের Logo রাজবাড়ীর বালিয়াকান্দিতে অস্ত্র-গুলিসহ আটক ১ Logo রাজবাড়ীতে ৪১ জনের নামসহ বিএনপির ১৬১ জনের বিরুদ্ধে মামলা Logo স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ জেলা ছাত্রলীগের সহসভাপতির বিরুদ্ধে Logo রাজবাড়ীতে সাংবাদিক পরিচয়ধারী ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo রাজবাড়ীতে ডিবির অভিযানে নগদ টাকা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩ Logo ঝালকাঠি সাবিহা কেমিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর মো শামীম আহম্মেদ কারাগারে Logo গোয়ালন্দে স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহীন হিরোইন ও ইয়াবা সহ আটক

ঈদের ছুটিতে কুমিল্লায় এসে বিব্রতকর এক অভিজ্ঞতা হলো-সাংবাদিক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
  • ৭০ বার পড়া হয়েছে

ঈদের দিন নামাজের পরে বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করা, হৈচৈ, আড্ডা সবই চলছিল স্বাভাবিকভাবে। হঠাৎ এক বন্ধু কথাপ্রসঙ্গে বলে বসলো, বন্ধু সাংবাদিকদের তো অনেক টাকা। প্রচুর আলগা ইনকাম সাংবাদিকদের। আর তাই আজকে পুরো চায়ের বিল তুই দে। তখনো আসলে বুঝি নি কী অপেক্ষা করছে সামনে। বললাম, অফিসের সেলারির বাইরে আমাদের আলাদা কোনো ইনকাম নাই। তখন বন্ধু আমার আরেক বন্ধুকে আমারই সামনে বলে, ওই দেখরে টাকা দিতে হবে দেখে এখন নীতি কথা বলে। অথচ তারা ক্যামেরার সামনে বুম ধরলে নাকি টাকা দিতে হয়? গতকাল চাঁন রাতেই একজন প্রায় ১২ হাজার টাকা তুললো আমার সামনেই।

বললাম, মানে কী? কেমনে কী?

উত্তরে বললো, গতকাল কান্দিরপাড়ে চৌরঙ্গী মার্কেটে এক সাংবাদিক এসে অনেকের ইন্টারভিউ নিলো বুম ধরে। এরপরে সবার কাছে গিয়ে বলে, স্যার ক্যামেরার সামনে বুম ধরলেই বাংলাদেশে ১ হাজার টাকা সম্মানি দিতে হয়। এটাই নিয়ম আর তাই এখন আমাদেরটা দিয়ে দেন।

এভাবে নাকি পুরো মার্কেটের অনেকের কাছ থেকেই টাকা নিয়েছে। আশেপাশের মার্কেট থেকেও টাকা তুলেছে।

ঘটনা শুনে জিজ্ঞেস করলাম, এটা কোন টিভি বা পত্রিকা?

তখন এই কার্ডটা পেলাম।

কার্ডটা কুমিল্লার স্থানীয় কয়েকজন সাংবাদিক ভাই-ব্রাদারের কাছে দিলাম।

একজন জানালো, শুধু ব্যবসায়ী না অনেক পেশাজীবিদের কাছ থেকেও নিয়েছে টাকা।

বন্ধুদের বললাম, দেখ দোস্ত সাংবাদিকতা একটা মহান পেশা। এই পেশায় যারা কাজ করে তারা টাকাটাকে প্রাধান্য তেমন দেয় না বরং যে ঝুঁকিটা থাকে সেটাকে উপভোগ করে দেখেই কাজটা করে৷ তবে অবস্থাটা এমন যে অনেকেই আজকাল গলায় কার্ড ঝুলিয়ে ঘুরে এই কাজগুলো করে। আর তাদের কারণে আমরা লজ্জায় প্রায় সময়ই কার্ডও রাখি না গলায়।

আরও বললাম, শুধু সাংবাদিকতা না বরং সব পেশাতেই পরগাছা আছে। ভুয়া ডাক্তার, ইঞ্জিনিয়ার তো কমন দেশে৷ কিন্তু যারা এই টাকা দিলো তাদের তো বোঝা উচিত ছিল। ইভেন তাকে টাকা দেওয়ার সময় কুমিল্লার স্থানীয় সাংবাদিক বা আমাকে একটা ফোন দিতে পারতি অন্তত।

বন্ধু বললো, শুধু শুধু বিপদ ডেকে আনার মানে কী সাংবাদিকদের উলটা প্রশ্ন করে। একজন দিতে চায় নাই আর তখন সে ইনকাম ট্যাক্স কত দিছে তা জানতে চাইছিল।

বললাম, এখন কারো যদি দুর্বলতা থাকে তবে সেটার দায়তো পেশার সবার না। যাই হোক, তাও কার্ডটা দে। অন্তত সবাইকে সতর্ক যেনো অন্তত করতে পারি।

কার্ডে উল্লেখ করা নম্বরে ফোন দিলাম। কিন্তু এখন পর্যন্ত কেউ ফোন পিক করে নাই।

পেশাটাকে বাঁচানোর জন্য এই পরগাছাগুলোকে দূর করা প্রয়োজন। কী বলেন?

ট্যাগস :

ঝালকাঠির কাঠালিয়ায় নিখোঁজের ১৪ দিন পরেও খোঁজ মেলেনি প্রবাসীর স্ত্রী-সন্তানের

ঈদের ছুটিতে কুমিল্লায় এসে বিব্রতকর এক অভিজ্ঞতা হলো-সাংবাদিক

আপডেট সময় ১০:১৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩

ঈদের দিন নামাজের পরে বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করা, হৈচৈ, আড্ডা সবই চলছিল স্বাভাবিকভাবে। হঠাৎ এক বন্ধু কথাপ্রসঙ্গে বলে বসলো, বন্ধু সাংবাদিকদের তো অনেক টাকা। প্রচুর আলগা ইনকাম সাংবাদিকদের। আর তাই আজকে পুরো চায়ের বিল তুই দে। তখনো আসলে বুঝি নি কী অপেক্ষা করছে সামনে। বললাম, অফিসের সেলারির বাইরে আমাদের আলাদা কোনো ইনকাম নাই। তখন বন্ধু আমার আরেক বন্ধুকে আমারই সামনে বলে, ওই দেখরে টাকা দিতে হবে দেখে এখন নীতি কথা বলে। অথচ তারা ক্যামেরার সামনে বুম ধরলে নাকি টাকা দিতে হয়? গতকাল চাঁন রাতেই একজন প্রায় ১২ হাজার টাকা তুললো আমার সামনেই।

বললাম, মানে কী? কেমনে কী?

উত্তরে বললো, গতকাল কান্দিরপাড়ে চৌরঙ্গী মার্কেটে এক সাংবাদিক এসে অনেকের ইন্টারভিউ নিলো বুম ধরে। এরপরে সবার কাছে গিয়ে বলে, স্যার ক্যামেরার সামনে বুম ধরলেই বাংলাদেশে ১ হাজার টাকা সম্মানি দিতে হয়। এটাই নিয়ম আর তাই এখন আমাদেরটা দিয়ে দেন।

এভাবে নাকি পুরো মার্কেটের অনেকের কাছ থেকেই টাকা নিয়েছে। আশেপাশের মার্কেট থেকেও টাকা তুলেছে।

ঘটনা শুনে জিজ্ঞেস করলাম, এটা কোন টিভি বা পত্রিকা?

তখন এই কার্ডটা পেলাম।

কার্ডটা কুমিল্লার স্থানীয় কয়েকজন সাংবাদিক ভাই-ব্রাদারের কাছে দিলাম।

একজন জানালো, শুধু ব্যবসায়ী না অনেক পেশাজীবিদের কাছ থেকেও নিয়েছে টাকা।

বন্ধুদের বললাম, দেখ দোস্ত সাংবাদিকতা একটা মহান পেশা। এই পেশায় যারা কাজ করে তারা টাকাটাকে প্রাধান্য তেমন দেয় না বরং যে ঝুঁকিটা থাকে সেটাকে উপভোগ করে দেখেই কাজটা করে৷ তবে অবস্থাটা এমন যে অনেকেই আজকাল গলায় কার্ড ঝুলিয়ে ঘুরে এই কাজগুলো করে। আর তাদের কারণে আমরা লজ্জায় প্রায় সময়ই কার্ডও রাখি না গলায়।

আরও বললাম, শুধু সাংবাদিকতা না বরং সব পেশাতেই পরগাছা আছে। ভুয়া ডাক্তার, ইঞ্জিনিয়ার তো কমন দেশে৷ কিন্তু যারা এই টাকা দিলো তাদের তো বোঝা উচিত ছিল। ইভেন তাকে টাকা দেওয়ার সময় কুমিল্লার স্থানীয় সাংবাদিক বা আমাকে একটা ফোন দিতে পারতি অন্তত।

বন্ধু বললো, শুধু শুধু বিপদ ডেকে আনার মানে কী সাংবাদিকদের উলটা প্রশ্ন করে। একজন দিতে চায় নাই আর তখন সে ইনকাম ট্যাক্স কত দিছে তা জানতে চাইছিল।

বললাম, এখন কারো যদি দুর্বলতা থাকে তবে সেটার দায়তো পেশার সবার না। যাই হোক, তাও কার্ডটা দে। অন্তত সবাইকে সতর্ক যেনো অন্তত করতে পারি।

কার্ডে উল্লেখ করা নম্বরে ফোন দিলাম। কিন্তু এখন পর্যন্ত কেউ ফোন পিক করে নাই।

পেশাটাকে বাঁচানোর জন্য এই পরগাছাগুলোকে দূর করা প্রয়োজন। কী বলেন?