ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

গরু চুরি নয়-গরু জবাই করে মাংস নিয়ে গেল চোরে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
  • ৩২১ বার পড়া হয়েছে

কৃষকের গরু চুরি, পুকুরের মাছ চুরি, ক্ষেতের ফসল চুরি, সিধ কেটে চুরিসহ নানা ধরনের চুরির সাথে মানুষ পরিচিত হলেও গরুর মাংস চুরির গল্প বা এ ধরনের চুরির কথা আগে শোনা যায়নি।

গোয়ালন্দের দৌলতদিয়া হামিদ মৃধার হাট এলাকায় গোয়ালঘর থেকে গরু চুরির না করে জবাই করে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা। গরুটির বাম পাশের দুই টি রানের টুকরা নিয়ে গেছে ও বাকি মাংস ও জবাই কৃত ছুড়ি রেখে পালিয়ে গেছে। রবিবার ২৬ মার্চ মধ্যরাতে মো. সামছু ড্রাইভার বাড়িতে এ ঘটনা ঘটে। একটি বাগানের মধ্যে গরুটি জবাই করেছে দুর্বৃত্তরা গত কয়েক মাস আগে ও একই কায়দায় পাশের এলাকার দুই টি গরু চুরি করে জবাই করে মাংস নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

চুরি হওয়া পরিবারের পক্ষ থেকে জানান, এক সাপ্তাহ আগে কুরবানির উদ্দেশ্যে ৬১ হাজার টাকার মুল্যে গরু টি কেনা হয়। প্রতিদিনের ন্যায় কাল রাতে গোয়ালঘরে রাখা হয়। সকাল বেলা লোকমুখে খবর শুনে গোয়াল ঘরে গরু নেই। ঘটনা স্থালে গিয়ে জবাই কৃত গরুর অংশ দেখে বিষয় টি নিশ্চিত হই।

স্থানীয়রা জানান, এর আগে পাশের গ্রাম মো. রমজান আলীার গোয়াল থেকে নিয়ে একইভাবে জবাই করে মাংস নিয়ে যায়। কিছু দিন পর পর একাধিকবার এমন ঘটনা ঘটছে। এতে গরু-ছাগল পালনকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানা একটি অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন পরিবারের পক্ষ থেকে।

ট্যাগস :

ঝালকাঠির কাঠালিয়ায় এক অসহায় পরিবারের বাড়ি ঘর ভাংচুর ও হত্যার হুমকিতে আদালতে মামলা

গরু চুরি নয়-গরু জবাই করে মাংস নিয়ে গেল চোরে

আপডেট সময় ০২:৫৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩

কৃষকের গরু চুরি, পুকুরের মাছ চুরি, ক্ষেতের ফসল চুরি, সিধ কেটে চুরিসহ নানা ধরনের চুরির সাথে মানুষ পরিচিত হলেও গরুর মাংস চুরির গল্প বা এ ধরনের চুরির কথা আগে শোনা যায়নি।

গোয়ালন্দের দৌলতদিয়া হামিদ মৃধার হাট এলাকায় গোয়ালঘর থেকে গরু চুরির না করে জবাই করে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা। গরুটির বাম পাশের দুই টি রানের টুকরা নিয়ে গেছে ও বাকি মাংস ও জবাই কৃত ছুড়ি রেখে পালিয়ে গেছে। রবিবার ২৬ মার্চ মধ্যরাতে মো. সামছু ড্রাইভার বাড়িতে এ ঘটনা ঘটে। একটি বাগানের মধ্যে গরুটি জবাই করেছে দুর্বৃত্তরা গত কয়েক মাস আগে ও একই কায়দায় পাশের এলাকার দুই টি গরু চুরি করে জবাই করে মাংস নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

চুরি হওয়া পরিবারের পক্ষ থেকে জানান, এক সাপ্তাহ আগে কুরবানির উদ্দেশ্যে ৬১ হাজার টাকার মুল্যে গরু টি কেনা হয়। প্রতিদিনের ন্যায় কাল রাতে গোয়ালঘরে রাখা হয়। সকাল বেলা লোকমুখে খবর শুনে গোয়াল ঘরে গরু নেই। ঘটনা স্থালে গিয়ে জবাই কৃত গরুর অংশ দেখে বিষয় টি নিশ্চিত হই।

স্থানীয়রা জানান, এর আগে পাশের গ্রাম মো. রমজান আলীার গোয়াল থেকে নিয়ে একইভাবে জবাই করে মাংস নিয়ে যায়। কিছু দিন পর পর একাধিকবার এমন ঘটনা ঘটছে। এতে গরু-ছাগল পালনকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানা একটি অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন পরিবারের পক্ষ থেকে।