ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে গভীর রাতে স্ত্রীকে কুপিয়ে হত্যা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
  • ২১৩৯ বার পড়া হয়েছে
বুধবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

বিউটি ও লতিফ দম্পতির মিম (১১) ও মুসা (৪) নামে ২টি সন্তান রয়েছে। মিম পঞ্চম শ্রেণিতে পড়ে। মিম জানায়, রাতে আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ মায়ের চিৎকার শুনে ঘুম ভেঙে দেখি বাবা মাকে চাপাটি দিয়ে কোপাচ্ছে। আমি দৌড়ে ঘর থেকে বের হয়ে ছোট চাচাকে ডাকি। আমাদের চিৎকার শুনে আশপাশের সবাই ছুটে এলে বাবা পালিয়ে যায়।

নিহত বিউটির বাবা বিল্লাল মোল্লা বলেন, বাড়ির পাশেই তার মেয়ে বিউটি স্বামী সন্তানদের নিয়ে বসবাস করে। গতরাতে আমার নাতনি মিমের চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি ঘরের মেঝেতে আমার মেয়ে বিউটির রক্তাক্ত দেহ পড়ে আছে। আমি মেয়ে হত্যার বিচার চাই।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, পারিবারিক বিরোধের জেরে লতিফ কাজী তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক লতিফ কাজীকে গ্রেফতারে অভিযান চলছে।  পাশাপাশি হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

ইসলামী সংস্কৃতির প্রচার-প্রসারের অগ্রনায়ক মুফতি রুহুল আমিন মাহমুদী

রাজবাড়ীতে গভীর রাতে স্ত্রীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০২:৩৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
বুধবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

বিউটি ও লতিফ দম্পতির মিম (১১) ও মুসা (৪) নামে ২টি সন্তান রয়েছে। মিম পঞ্চম শ্রেণিতে পড়ে। মিম জানায়, রাতে আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ মায়ের চিৎকার শুনে ঘুম ভেঙে দেখি বাবা মাকে চাপাটি দিয়ে কোপাচ্ছে। আমি দৌড়ে ঘর থেকে বের হয়ে ছোট চাচাকে ডাকি। আমাদের চিৎকার শুনে আশপাশের সবাই ছুটে এলে বাবা পালিয়ে যায়।

নিহত বিউটির বাবা বিল্লাল মোল্লা বলেন, বাড়ির পাশেই তার মেয়ে বিউটি স্বামী সন্তানদের নিয়ে বসবাস করে। গতরাতে আমার নাতনি মিমের চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি ঘরের মেঝেতে আমার মেয়ে বিউটির রক্তাক্ত দেহ পড়ে আছে। আমি মেয়ে হত্যার বিচার চাই।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, পারিবারিক বিরোধের জেরে লতিফ কাজী তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক লতিফ কাজীকে গ্রেফতারে অভিযান চলছে।  পাশাপাশি হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।