ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নারীদের সাইকেলের সামনে রড থাকে না কেন?

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২১:০০ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
  • ১২৬ বার পড়া হয়েছে
জেন্টস সাইকেলের সঙ্গে লেডিস সাইকেলের বেশ কিছু পার্থক্য রয়েছে। সবচেয়ে বড় পাথর্ক্য ডিজাইনে। এমনকি রঙের ক্ষেত্রেও বেশ পার্থক্য রয়েছে। খেয়াল করলে দেখবেন লেডিস সাইকেলের সামনে রড থাকে না। সামনের অংশটি ফাঁকা রাখা হয়। নিশ্চয়ই আপনার মনে এই প্রশ্নটি জেগেছে যে, লেডিস সাইকেলের সামনে অংশটি ফাঁকা থাকে কেন?
সাইকেলের এই রডটি সাধারণত ফ্রেমকে মজবুত করে। কিন্তু লেডিস সাইকেলের রডটি নিচের দিকে দেখা যায়। আসলে নারীদের পোশাকের কথা ভেবেই এই অংশটি ফাঁকা রাখা হয়।
মেয়েরা সাধারণত সালোয়ার কামিজ শাড়ি বা এই ধরনের পোশাক পরতে স্বাচ্ছন্দ্যবোধ করে। আর তাই রডের কারণে মহিলাদের সাইকেল চালাতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয়। এমনকি বেশিরভাগ সময় তাদের পোশাক উঠে যায়। এসব কারণেই লেডিস সাইকেল থেকে সামনে রড খুলে ফেলা হয়, যাতে তারা স্বাচ্ছন্দে সাইকেল চালাতে পারে।
তথ্যসূত্র: অ্যামাজ২৪
ট্যাগস :

ঝালকাঠির কাঠালিয়ায় এক অসহায় পরিবারের বাড়ি ঘর ভাংচুর ও হত্যার হুমকিতে আদালতে মামলা

নারীদের সাইকেলের সামনে রড থাকে না কেন?

আপডেট সময় ০৭:২১:০০ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
জেন্টস সাইকেলের সঙ্গে লেডিস সাইকেলের বেশ কিছু পার্থক্য রয়েছে। সবচেয়ে বড় পাথর্ক্য ডিজাইনে। এমনকি রঙের ক্ষেত্রেও বেশ পার্থক্য রয়েছে। খেয়াল করলে দেখবেন লেডিস সাইকেলের সামনে রড থাকে না। সামনের অংশটি ফাঁকা রাখা হয়। নিশ্চয়ই আপনার মনে এই প্রশ্নটি জেগেছে যে, লেডিস সাইকেলের সামনে অংশটি ফাঁকা থাকে কেন?
সাইকেলের এই রডটি সাধারণত ফ্রেমকে মজবুত করে। কিন্তু লেডিস সাইকেলের রডটি নিচের দিকে দেখা যায়। আসলে নারীদের পোশাকের কথা ভেবেই এই অংশটি ফাঁকা রাখা হয়।
মেয়েরা সাধারণত সালোয়ার কামিজ শাড়ি বা এই ধরনের পোশাক পরতে স্বাচ্ছন্দ্যবোধ করে। আর তাই রডের কারণে মহিলাদের সাইকেল চালাতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয়। এমনকি বেশিরভাগ সময় তাদের পোশাক উঠে যায়। এসব কারণেই লেডিস সাইকেল থেকে সামনে রড খুলে ফেলা হয়, যাতে তারা স্বাচ্ছন্দে সাইকেল চালাতে পারে।
তথ্যসূত্র: অ্যামাজ২৪