ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ঝালকাঠিতে পুরোনো মুদ্রা উদ্ধার , আটক ১

ঝালকাঠি শহরের পশ্চিম ঝালকাঠির একটি পুরাতন হিন্দু বাড়ি খননের সময় গুপ্তধনের সন্ধান মিলেছে।

স্থানীয়দের ভাষ্য মতে পাওয়াগেছে হাড়ি ভর্তি রৈপ্য মুদ্রা। নারায়ন পাল নামের এক ব্যাক্তির বিক্রি করা বসত ভিটা খননের সময় শনিবার বিকেলে পাওয়া এ গুপ্তধন লুটপাট করারও অভিযোগ পাওয়াগেছে। পুলিশ গুপ্তধন সন্ধানের মাঠে নেমেছে। এ ঘটনায় বাবুল হাওলাদার নামের সাবেক এক ইউপি সদস্যকে পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, ঝালকাঠি শহরের পশ্চিম ঝালকাঠির বাসন্ডার খালের পারে পৌর মেয়র মো. লিযাকত আলী তালুকদার নারায়ন পাল নামের এক ব্যাক্তির জায়গা ক্রয় করেন। তার ভিটাবাড়ী ভেঙ্গে মাটি খনন করার সময় মাটির নীচে একটি গুপ্ত ধনের কলস বেড়িয়ে আসে। সেই কলসের মধ্যে রূপা মুদ্রা পাওয়া যায়। সেই গুপ্তধন আশেপাশের মানুষ কুড়িয়ে নেয়।

গুপ্তধন পাওয়া সংবাদ শুনে ঘটনাস্থলে বাবুল হাওলাদার, আফজাল হোসেন ও শাহিন নামের তিন ব্যাক্তি উপস্থিত হয়ে পূরুষ ও মহিলাদের কাছ থেকে গুপ্তধন নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। গুপ্তধনের একটি রূপার টাকার নমুনা পাওয়া গেছে, এই টাকার মধ্যে ১৯০৭ সাল লেখা রয়েছে। গুপ্তধন উদ্ধারের জন্য আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করছে স্থানীয়রা। প্রত্যক্ষদর্শী নাজমা বেগম বলেন,‘মাটি খননের সময় আমরা রুপার টাকা পেয়েছি। পেয়ে তা আফজাল নামের এক লোকের কাছে দিয়েছি।

ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান জানান, গুপ্তধন পাওয়ার একটি ঘটনা আমরা শুনেছি। আমার এঘটনায় বাবুল হাওলাদার নামের এক ব্যাক্তিকে আটক করেছি। তার কাছে ৪ টি মুদ্রা পাওয়াগেছে।

রাজবাড়ীর পাংশায় প্রান্তিক জনকল্যাণ সংস্থা কতৃক আয়োজিত ঈদ পূর্ণমিলন

ঝালকাঠিতে পুরোনো মুদ্রা উদ্ধার , আটক ১

আপডেট সময় ০১:০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২

ঝালকাঠি শহরের পশ্চিম ঝালকাঠির একটি পুরাতন হিন্দু বাড়ি খননের সময় গুপ্তধনের সন্ধান মিলেছে।

স্থানীয়দের ভাষ্য মতে পাওয়াগেছে হাড়ি ভর্তি রৈপ্য মুদ্রা। নারায়ন পাল নামের এক ব্যাক্তির বিক্রি করা বসত ভিটা খননের সময় শনিবার বিকেলে পাওয়া এ গুপ্তধন লুটপাট করারও অভিযোগ পাওয়াগেছে। পুলিশ গুপ্তধন সন্ধানের মাঠে নেমেছে। এ ঘটনায় বাবুল হাওলাদার নামের সাবেক এক ইউপি সদস্যকে পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, ঝালকাঠি শহরের পশ্চিম ঝালকাঠির বাসন্ডার খালের পারে পৌর মেয়র মো. লিযাকত আলী তালুকদার নারায়ন পাল নামের এক ব্যাক্তির জায়গা ক্রয় করেন। তার ভিটাবাড়ী ভেঙ্গে মাটি খনন করার সময় মাটির নীচে একটি গুপ্ত ধনের কলস বেড়িয়ে আসে। সেই কলসের মধ্যে রূপা মুদ্রা পাওয়া যায়। সেই গুপ্তধন আশেপাশের মানুষ কুড়িয়ে নেয়।

গুপ্তধন পাওয়া সংবাদ শুনে ঘটনাস্থলে বাবুল হাওলাদার, আফজাল হোসেন ও শাহিন নামের তিন ব্যাক্তি উপস্থিত হয়ে পূরুষ ও মহিলাদের কাছ থেকে গুপ্তধন নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। গুপ্তধনের একটি রূপার টাকার নমুনা পাওয়া গেছে, এই টাকার মধ্যে ১৯০৭ সাল লেখা রয়েছে। গুপ্তধন উদ্ধারের জন্য আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করছে স্থানীয়রা। প্রত্যক্ষদর্শী নাজমা বেগম বলেন,‘মাটি খননের সময় আমরা রুপার টাকা পেয়েছি। পেয়ে তা আফজাল নামের এক লোকের কাছে দিয়েছি।

ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান জানান, গুপ্তধন পাওয়ার একটি ঘটনা আমরা শুনেছি। আমার এঘটনায় বাবুল হাওলাদার নামের এক ব্যাক্তিকে আটক করেছি। তার কাছে ৪ টি মুদ্রা পাওয়াগেছে।