ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীর দুইটি আসনের প্রতীক বরাদ্দ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
  • ৪৬ বার পড়া হয়েছে

মুজন বিষ্ণু: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী জেলার দুটি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। দুটি আসনে নির্বাচনে লড়বেন ১১ জন প্রার্থী।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু কায়সার খান রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ আসনের প্রার্থীদের হাতে এই প্রতীক বরাদ্দের পত্র তুলে দেন।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু কায়সার খান জানান, রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী কেরামত আলী (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী খন্দকার হাবিবুর রহমান বাচ্চু (লাঙ্গল), তৃণমূল বিএনপির প্রার্থী ডি.এম.মজিবুর রহমান (সোনালী আঁশ), স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস (ট্রাক), স্বতন্ত্র প্রার্থী স্বপন কুমার সরকার (ঈগল) প্রতীক পেয়েছেন।

রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে তৃনমূল বিএনপির প্রার্থী এস এম ফজলুল হক (সোনালী আঁশ), স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হক (ঈগল), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী মো. আব্দুল মতিন মিয়া (মশাল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী (ছড়ি), বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জিল্লুল হাকিম (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী মো. শফিউল আজম খান (লাঙ্গল) প্রতীক পেয়েছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে নারী-পুরুষ উভয় মিলে ৪ লাখ ৪ হাজার ১৮১ জন ভোটার ও রাজবাড়ী-২ আসনে নারী-পুরুষ উভয় মিলে ৫ লাখ ২৮ হাজার ৩১৯ জন ভোটার রয়েছেন। দুই আসনে মোট ভোটার সংখ্যা ৯ লাখ ৩২ হাজার ৫০০ জন।

জনপ্রিয় সংবাদ

ইসলামী সংস্কৃতির প্রচার-প্রসারের অগ্রনায়ক মুফতি রুহুল আমিন মাহমুদী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীর দুইটি আসনের প্রতীক বরাদ্দ

আপডেট সময় ০৯:০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩

মুজন বিষ্ণু: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী জেলার দুটি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। দুটি আসনে নির্বাচনে লড়বেন ১১ জন প্রার্থী।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু কায়সার খান রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ আসনের প্রার্থীদের হাতে এই প্রতীক বরাদ্দের পত্র তুলে দেন।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু কায়সার খান জানান, রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী কেরামত আলী (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী খন্দকার হাবিবুর রহমান বাচ্চু (লাঙ্গল), তৃণমূল বিএনপির প্রার্থী ডি.এম.মজিবুর রহমান (সোনালী আঁশ), স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস (ট্রাক), স্বতন্ত্র প্রার্থী স্বপন কুমার সরকার (ঈগল) প্রতীক পেয়েছেন।

রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে তৃনমূল বিএনপির প্রার্থী এস এম ফজলুল হক (সোনালী আঁশ), স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হক (ঈগল), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী মো. আব্দুল মতিন মিয়া (মশাল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী (ছড়ি), বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জিল্লুল হাকিম (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী মো. শফিউল আজম খান (লাঙ্গল) প্রতীক পেয়েছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে নারী-পুরুষ উভয় মিলে ৪ লাখ ৪ হাজার ১৮১ জন ভোটার ও রাজবাড়ী-২ আসনে নারী-পুরুষ উভয় মিলে ৫ লাখ ২৮ হাজার ৩১৯ জন ভোটার রয়েছেন। দুই আসনে মোট ভোটার সংখ্যা ৯ লাখ ৩২ হাজার ৫০০ জন।