ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

রাজবাড়ীতে বালি চাপায় ৩ জনের মৃত্যু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
  • ৯ বার পড়া হয়েছে

রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ীতে বালির চাতালে কাজ করার সময় স্তূপ ভেঙে নিচে চাপা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া ঘাটের হান্নানের বালির চাতালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বালির চাতাল মালিক হান্নানের বড় ভাই আব্দুর রহিম শেখ (৫৫), ভেকু চালক মারুফ শেখ (২০) ও ট্রাক চালক ইমরান (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জৌকুড়া ঘাট এলাকার জনৈক সিদ্দিকের বাড়ির পাশে ব্যবসায়ী হান্নানের বড় আকারের বালির চাতাল। ওই চাতাল থেকে নিয়মিতভাবে বালি বিক্রি করা হয়। মঙ্গলবার রাত ১০ টার দিকে বালির চাতালের ওপর থেকে ভেকু দিয়ে ১০ চাকার একটি ট্রাকে বালি ভর্তি করা হয়। ট্রাকে বালি ভর্তি করা শেষে বালির চাতাল মালিক হান্নানের ভাই আব্দুর রহিম, ভেকু চালক মারুফ ও ট্রাকচালক ইমরান ট্রাকের চাকার নিচে আটকে থাকা বালি সরানোর কাজ করছিলেন। সে সময় হঠাৎ করেই বালির স্তূপ ভেঙে তাদের ওপর পড়ে। স্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান।

মোঃ সুজন খন্দকার
রাজবাড়ি প্রতিনিধি
মোবা,০১৬৩০১৭১০১১।

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রীদের প্রথম পূনর্মিলনী উৎসব

রাজবাড়ীতে বালি চাপায় ৩ জনের মৃত্যু

আপডেট সময় ০৪:৩৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩

রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ীতে বালির চাতালে কাজ করার সময় স্তূপ ভেঙে নিচে চাপা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া ঘাটের হান্নানের বালির চাতালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বালির চাতাল মালিক হান্নানের বড় ভাই আব্দুর রহিম শেখ (৫৫), ভেকু চালক মারুফ শেখ (২০) ও ট্রাক চালক ইমরান (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জৌকুড়া ঘাট এলাকার জনৈক সিদ্দিকের বাড়ির পাশে ব্যবসায়ী হান্নানের বড় আকারের বালির চাতাল। ওই চাতাল থেকে নিয়মিতভাবে বালি বিক্রি করা হয়। মঙ্গলবার রাত ১০ টার দিকে বালির চাতালের ওপর থেকে ভেকু দিয়ে ১০ চাকার একটি ট্রাকে বালি ভর্তি করা হয়। ট্রাকে বালি ভর্তি করা শেষে বালির চাতাল মালিক হান্নানের ভাই আব্দুর রহিম, ভেকু চালক মারুফ ও ট্রাকচালক ইমরান ট্রাকের চাকার নিচে আটকে থাকা বালি সরানোর কাজ করছিলেন। সে সময় হঠাৎ করেই বালির স্তূপ ভেঙে তাদের ওপর পড়ে। স্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান।

মোঃ সুজন খন্দকার
রাজবাড়ি প্রতিনিধি
মোবা,০১৬৩০১৭১০১১।