পার্থ রায়, মধুখালী স্টাফ রিপোর্টার
অদ্য রবিবার ২০-০৮-২৩ খ্রিষ্টাব্দ সকাল ১১.০০ ঘটিকায় মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর আয়োজনে দাওয়ালি পাড়ায় নব নির্মিত মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন করা হয় ।
উক্ত নব নির্মিত ভবন ভার্চুয়ালী কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আ ক ম মোজাম্মেল হক এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম মধুখালী উপজেলা পরিষদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান চৌধুরী, মধুখালী উপজেলা, ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, মধুখালী উপজেলা পরিষদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওহাব শেখ মধুখালী উপজেলা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খোরশেদ আলম, মধুখালী উপজেলা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, সহ মধুখালী উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও স্হানীয় বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়