৪ আগষ্ট ২৩ ইং রোজ শুক্রবার বাদ আসর পৌর ইংলিশ মার্কেটের সামনে রাজধানী ঢাকায় আওয়ামী লীগের কথিত শান্তি সমাবেশে নিরিহ হাফেজ রেজাউল করিম কে পিটিয়ে হত্যা করা হয়। তার হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ী জেলায়ও ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
মুহাম্মদ আঃ রহিম আল মাহমুদ সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সভাপতি কারী আবু ইউসুফ সাহেব।
বিক্ষোভ মিছিলে বক্তারা হাফেজ রেজাউল করিমের হত্যার দ্রুত অপরাধীদের কে আটক করে সুষ্ঠু বিচারের দাবি জানায়। সুষ্ঠু বিচার না হলে দেশের ছাত্র সমাজ রাজপথে নামতে বাধ্য হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।
এবং আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার জন্য জাতীয় সরকারের অধীনে হতে হবে। সাথে সাথে তফসিল ঘোষণা করার আগেই সংসদ ভেঙে দিতে হবে বলে দাবি জানান বক্তারা।
উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,ইসলামি আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুহাম্মাদ সাব্বির হুসাইন, হাফেজ আব্দুল্লাহ শেখ,ইসলামি যুব আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম মিলন, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলার সাধারণ সম্পাদক আবু রায়হান মুহাম্মাদ আবু রায়হান গিফারী, ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আঃ আলিম, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার দাওয়াহ সম্পাদক হাফেজ রহমাতুল্লাহ সহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।