ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে বালু বোঝাই ট্রাক্টরের চাপায় শিক্ষার্থী নিহত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
  • ২২০২ বার পড়া হয়েছে

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বালিবাহী ট্রাক্টরের ধাক্কায় চয়ন মন্ডল ওরফে কংকন (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার জঙ্গল ইউনিয়নের ধর্মতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত কংকন বালিয়াকান্দি উপজেলার কৃষ্ণ মন্ডলের ছেলে। সে রাজবাড়ী সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ইতিহাস বিভাগের ছাত্র।

স্থানীয়রা জানান, ঢোলজানি বাজার থেকে মামাতো ভাই সমেন বিশ্বাসের সঙ্গে মোটর সাইকেলে বাড়ি যাচ্ছিলো কংকন। পথে বালিবাহী ট্রাক্টরের সঙ্গে মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে দুজন গুরুতর আহত হন। সে সময় স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কংকনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক হাসান মাহমুদ জানান, হাসপাতালে আনার আগেই কংকনের মৃত্যু হয়েছে। সমেন বিশ্বাসকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে পাঠানো হয়েছে।

বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) তুহিন জানান,ঘাতক ট্রাক্টর চালক গাড়ি রেখে পালিয়েছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

ইসলামী সংস্কৃতির প্রচার-প্রসারের অগ্রনায়ক মুফতি রুহুল আমিন মাহমুদী

বালিয়াকান্দিতে বালু বোঝাই ট্রাক্টরের চাপায় শিক্ষার্থী নিহত

আপডেট সময় ১০:১৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বালিবাহী ট্রাক্টরের ধাক্কায় চয়ন মন্ডল ওরফে কংকন (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার জঙ্গল ইউনিয়নের ধর্মতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত কংকন বালিয়াকান্দি উপজেলার কৃষ্ণ মন্ডলের ছেলে। সে রাজবাড়ী সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ইতিহাস বিভাগের ছাত্র।

স্থানীয়রা জানান, ঢোলজানি বাজার থেকে মামাতো ভাই সমেন বিশ্বাসের সঙ্গে মোটর সাইকেলে বাড়ি যাচ্ছিলো কংকন। পথে বালিবাহী ট্রাক্টরের সঙ্গে মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে দুজন গুরুতর আহত হন। সে সময় স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কংকনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক হাসান মাহমুদ জানান, হাসপাতালে আনার আগেই কংকনের মৃত্যু হয়েছে। সমেন বিশ্বাসকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে পাঠানো হয়েছে।

বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) তুহিন জানান,ঘাতক ট্রাক্টর চালক গাড়ি রেখে পালিয়েছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।