ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
এইমাত্র প্রাপ্ত ::
Logo রমজানে দ্রব্যমূল্য মানুষের ক্রয় সীমায় রাখুন- রাজবাড়ীতে ইসলামি আন্দোলন বাংলাদেশ Logo বাল্যবিবাহের প্রস্তুতির সময় ভুয়া কাজী গ্রেফতার Logo দুবাইতে আলোচিত আরাভ খানকে আটকের গুঞ্জন Logo ৭বছরের শিশু ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার Logo ঝালকাঠিতে নিজ যোগ্যতায় পুলিশে চাকুরী পেলো ২৬ নারী পুরুষ Logo বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে শেখ হাসিনা-এমপি জিল্লুল হাকিম Logo অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি Logo রাজবাড়ী পাংশা থেকে ৭ কেজি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৩ Logo পুলিশের তৎপরতায় পাচার হওয়া থেকে রক্ষা পেল দুই শিক্ষার্থী Logo প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে দুই গ্রাম পুলিশ

ব্যবসায়ীকে চুরির অপবাদ দিয়ে দু’দফা মারধর-সংবাদ সম্মেলনে আত্মহত্যার ঘোষণা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৫৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
  • ৪৭ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় আমুয়া বন্দরে চুরির অপবাদ দিয়ে এক ব্যবসায়ীকে দুই ধফায় মারধরের ঘটনা ঘটে। স্থানীয় প্রভাবশালী রাসেল গোলদারসহ তার দলবল কথিত মটার চুরির অপবাদ দিয়ে ব্যবসায়ী হাছিবুর রহমানকে মারধর করে।

এ ঘটনায় বুধবার ১৫ মার্চ দুপুরে কাঠালিয়া প্রেসক্লাবে হাছিব ও তার
পরিবার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রভাবশালীদের বিচার দাবি জানান। অন্যথায় মিথ্যা চুরির অপবাদের লজ্জায় ভুক্ত ব্যবসায়ী মোঃ হাছিবুর রহমান সংবাদ সম্মেলনে আত্মহত্যার ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাছিব ও তার পরিবার উল্লেখ করেন, গত
০৯ মার্চ প্রতিবেশি নাইম গাজীর কাছে আমাদের ব্যবহৃত একটি অকেজ বৈদ্যুতিক মটোর এক হাজার তিনশত টাকায় বিক্রি করে। পরের দিন ১০ মার্চ রাতে মোঃ রাসেল গোলদার, সুজন গোলদার, সোহেল গোলদার ও জসিম গোলদার ও মামুন হোসেনসহ একদল বখাটে যুবক নাইম গাজীর কাছে বিক্রয়কৃত মটোরটি তাদের দাবি করে। হাছিব তাদের কথার প্রতিবাদ করলে উক্ত বখাটেরা তাকে মারধর করে এবং তার
পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মটেরটি ছিনিয়ে নিয়ে যায়। ঘন্টাখানেক পরে মটোর কোম্পানীর মার্কা প্লেটটি পরিবর্তন করে ক্রেতা নাইম গাজীকে পুনরায় ফেরৎ পাঠায়।

সংবাদ সম্মেলনে তারা আরো অভিযোগ করেন, পরে হাছিব বিষয়টি একই এলাকার বাসিন্ধা এক সাংবাদিকের কাছে কথা প্রসঙ্গে জানালে গত ১৪ মার্চ বখাটের দল পুনরায় তাকে মারধর করে। এনিয়ে সে বা তার পরিবার কোন বাড়াবাড়ি করলে বখাটেদের পক্ষে হানিফ মোল্লা ও তার ছেলে সোহেল মোল্লাসহ তার দলবল পরিনতি খারাপ হবে বলে হুমকি দেয়।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মোঃ কবির গোলদারসহ একাধিক প্রতিবেশি জানান, হাছিবুর রহমান চোর না, সে মটোর চুরি করেনি এ কথা বলা স্বত্বেও বখাটে দলটি মিথ্যা চুরির অপবাদ দিয়ে মারধর করে ও তার পরিবারকে এলাকা ছাড়ার হুমকি দেয়। সংবাদ সম্মেলনে মোঃ হাছিবুর রহমান ছাড়াও তার পিতা মোঃ ইসমাইল হোসেন,মা শিউলি বেগম, প্রতিবেশি শাহনাজ পারভীন শিমুল, মোঃ বজলু খানসহ তার বন্ধুরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠির কাঠালিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে মিল্ক কর্মসূচি চালু

ব্যবসায়ীকে চুরির অপবাদ দিয়ে দু’দফা মারধর-সংবাদ সম্মেলনে আত্মহত্যার ঘোষণা

আপডেট সময় ১০:৫৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় আমুয়া বন্দরে চুরির অপবাদ দিয়ে এক ব্যবসায়ীকে দুই ধফায় মারধরের ঘটনা ঘটে। স্থানীয় প্রভাবশালী রাসেল গোলদারসহ তার দলবল কথিত মটার চুরির অপবাদ দিয়ে ব্যবসায়ী হাছিবুর রহমানকে মারধর করে।

এ ঘটনায় বুধবার ১৫ মার্চ দুপুরে কাঠালিয়া প্রেসক্লাবে হাছিব ও তার
পরিবার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রভাবশালীদের বিচার দাবি জানান। অন্যথায় মিথ্যা চুরির অপবাদের লজ্জায় ভুক্ত ব্যবসায়ী মোঃ হাছিবুর রহমান সংবাদ সম্মেলনে আত্মহত্যার ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাছিব ও তার পরিবার উল্লেখ করেন, গত
০৯ মার্চ প্রতিবেশি নাইম গাজীর কাছে আমাদের ব্যবহৃত একটি অকেজ বৈদ্যুতিক মটোর এক হাজার তিনশত টাকায় বিক্রি করে। পরের দিন ১০ মার্চ রাতে মোঃ রাসেল গোলদার, সুজন গোলদার, সোহেল গোলদার ও জসিম গোলদার ও মামুন হোসেনসহ একদল বখাটে যুবক নাইম গাজীর কাছে বিক্রয়কৃত মটোরটি তাদের দাবি করে। হাছিব তাদের কথার প্রতিবাদ করলে উক্ত বখাটেরা তাকে মারধর করে এবং তার
পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মটেরটি ছিনিয়ে নিয়ে যায়। ঘন্টাখানেক পরে মটোর কোম্পানীর মার্কা প্লেটটি পরিবর্তন করে ক্রেতা নাইম গাজীকে পুনরায় ফেরৎ পাঠায়।

সংবাদ সম্মেলনে তারা আরো অভিযোগ করেন, পরে হাছিব বিষয়টি একই এলাকার বাসিন্ধা এক সাংবাদিকের কাছে কথা প্রসঙ্গে জানালে গত ১৪ মার্চ বখাটের দল পুনরায় তাকে মারধর করে। এনিয়ে সে বা তার পরিবার কোন বাড়াবাড়ি করলে বখাটেদের পক্ষে হানিফ মোল্লা ও তার ছেলে সোহেল মোল্লাসহ তার দলবল পরিনতি খারাপ হবে বলে হুমকি দেয়।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মোঃ কবির গোলদারসহ একাধিক প্রতিবেশি জানান, হাছিবুর রহমান চোর না, সে মটোর চুরি করেনি এ কথা বলা স্বত্বেও বখাটে দলটি মিথ্যা চুরির অপবাদ দিয়ে মারধর করে ও তার পরিবারকে এলাকা ছাড়ার হুমকি দেয়। সংবাদ সম্মেলনে মোঃ হাছিবুর রহমান ছাড়াও তার পিতা মোঃ ইসমাইল হোসেন,মা শিউলি বেগম, প্রতিবেশি শাহনাজ পারভীন শিমুল, মোঃ বজলু খানসহ তার বন্ধুরা উপস্থিত ছিলেন।