রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর কলেজপাড়া এলাকার একটি ছাত্রাবাস থেকে নাশকতার পরিকল্পনাকালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজবাড়ী সরকারী কলেজ শাখার তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা এলাকার মুন্নু শেখের ছেলে ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজবাড়ী সরকারী কলেজ শাখার সভাপতি মোঃ শরিফুল ইসলাম, আবুল কালাম মোল্লার ছেলে ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজবাড়ী সরকারী কলেজ শাখার সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জুয়েল ও রাজবাড়ীর পাচুরিয়া এলাকার মোসলেম মন্ডলের ছেলে ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজবাড়ী সরকারী কলেজ শাখার অর্থ সম্পাদক আমিরুল হাসান প্রান্ত।
সোমবার ( ১৩ মার্চ ) দিবাগত রাত সাড়ে ১১ টার সময় তাদের আটক করা হয়। এ সময় বিপুল সংখ্যক জিহাদী ও ইসলামী আন্দোলনের বইসহ নাশকতার বিভিন্ন আলামত জব্দ করা হয়।
রাজবাড়ী থানায় মামলা সুত্রে জানাযায়, আগামী ২৬ মার্চে তারা নামকতার করার জন্য ওই ছাত্রাবাসে জড়ো হয়েছিল। তাদের পরিকল্পনা ছিলো একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন বলেন, রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের নেতৃত্বে জেলা পুলিশ সব দিকে নজর রাখছে। কোন চক্রই অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই কিন শিবির নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে তারা তাদের অপরাধের কথা শিকার করেছে। তাদেরকে মঙ্গলবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার দুপুরে রাজবাড়ী থানার এসআই আবুল হোসেন খান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।