ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ প্রবাসী বাংলাদেশির

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩
  • ১৬৫ বার পড়া হয়েছে

কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রবাসী চার বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৩ জানুয়ারি) ভোর ৫টায় কাতারের আল শামাল হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চারজন হলেন- মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মো. রাহাত, ব্রাহ্মণবাড়িয়ার মো. সিরাজুল ইসলাম, নারায়ণগঞ্জের মো. শাকিল ও মো. ইউসুফ মাতব্বর। নিহত তিনজনের লাশ দোহার হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর মৌলভীবাজারের মো. রাহাতকে শনিবার কাতারের আবু হামুর কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে গুরুতর আহত দু’জন মো. জামাল উদ্দিন ও হাবিবুর রহমান অপু দোহার হামাদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের বাড়িও নারায়ণগঞ্জে।

জানা গেছে, আল শামাল হাইওয়েতে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও দু’জনের মৃত্যু হয়।

এ বিষয়ে কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মুহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, নিহত তিনজনের লাশ দ্রুত দেশে তাদের পরিবারের কাছে পাঠানো হবে।

এদিকে সড়কে একসাথে চার বাংলাদেশির মৃত্যুতে দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় সংবাদ

ইসলামী সংস্কৃতির প্রচার-প্রসারের অগ্রনায়ক মুফতি রুহুল আমিন মাহমুদী

কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ প্রবাসী বাংলাদেশির

আপডেট সময় ০১:২৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩

কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রবাসী চার বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৩ জানুয়ারি) ভোর ৫টায় কাতারের আল শামাল হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চারজন হলেন- মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মো. রাহাত, ব্রাহ্মণবাড়িয়ার মো. সিরাজুল ইসলাম, নারায়ণগঞ্জের মো. শাকিল ও মো. ইউসুফ মাতব্বর। নিহত তিনজনের লাশ দোহার হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর মৌলভীবাজারের মো. রাহাতকে শনিবার কাতারের আবু হামুর কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে গুরুতর আহত দু’জন মো. জামাল উদ্দিন ও হাবিবুর রহমান অপু দোহার হামাদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের বাড়িও নারায়ণগঞ্জে।

জানা গেছে, আল শামাল হাইওয়েতে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও দু’জনের মৃত্যু হয়।

এ বিষয়ে কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মুহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, নিহত তিনজনের লাশ দ্রুত দেশে তাদের পরিবারের কাছে পাঠানো হবে।

এদিকে সড়কে একসাথে চার বাংলাদেশির মৃত্যুতে দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।