ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৩ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সালথায় ডি‌জিটাল বাংলা‌দেশ দিবস পা‌লিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩১:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
  • ১৭৪ বার পড়া হয়েছে

আকাশ সাহাঃ সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ

প্রগ‌তিশীল প্রযু‌ক্তি অন্তর্ভু‌ক্তিমূলক উন্নতি এই প্রতিপাদ‌্য বিষয়‌কে সাম‌নে রে‌খে ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় ডি‌জিটাল বাংলা‌দেশ দিবস-২০২২ পা‌লিত হ‌য়ে‌ছে। উপ‌জেলা প্রশাসন সালথা এর আ‌য়োজ‌নে এবং তথ‌্য ও যোগা‌যোগ প্রযুক্তি বিভা‌গের সহ‌যো‌গিতায় সোমবার (১২‌ডি‌সেম্বর) দিন ব‌্যাপী নানা অনুষ্ঠা‌নের আ‌য়োজন করা হয়।

দিবস‌টি উদযাপন উপল‌ক্ষে সোমবার বেলা ১১টার দি‌কে উপ‌জেলা প‌রিষদ চত্ত‌রে অব‌স্থিত জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের ম‌্যুড়া‌লে শ্রদ্ধাঞ্জলী নি‌বেদন করা হয়। এরপর র‌্যালি বের করা হয়। র‌্যা‌লি‌টি উপ‌জেলা চত্ত্বর থে‌কে শুরু হ‌য়ে উপ‌জেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিন ক‌রে উপ‌জেলা চত্ত‌্বরে এ‌সে শেষ হয়। দিবস‌টি উপল‌ক্ষ্যে এরপর আ‌লোচনা সভা ও বি‌ভিন্ন প্রতি‌যো‌গিতার পুরস্কার বিতরণ করা হয়।

সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোঃ আক্তার হো‌সেন শা‌হিন এর সভাপ‌তি‌ত্বে আ‌লোচনা সভায় উপ‌স্থিত ছি‌লেন, সহকারী ক‌মিশনার (ভূ‌মি) মোঃ সালাহউ‌দ্দিন আইয়ূবী, উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার জীবাংশু দাস, উপ‌জেলা মৎস‌্য অ‌ফিসার রা‌জিব রায়, উপ‌জেলা ম‌হিলা ভাইস‌ চেয়ারম‌্যান রুপা বেগম, উপ‌জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাখাওয়াত হো‌সেন, উপ‌জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প‌রি‌তোষ বা‌ড়ৈ,ভাওয়াল ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান ফারুকুজ্জামান ফ‌কির মিয়া,জ‌্যাইকা কর্মকর্তা রিফাদ রিয়াজ,উপ‌জেলা‌ সহকারী প্রোগ্রামার টিপু সুলতান, সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান‌টি সঞ্চালনা ক‌রেন উপ‌জেলা সহকারী শিক্ষা অ‌ফিসার কৃষ্ণচন্দ্র চক্রবর্তী।

আলোচনা সভায় বক্তারা ডি‌জিটাল বাংলা‌দে‌শের নানামু‌খি উন্নয়ন কর্ম কান্ড তু‌লে ধ‌রেন। আ‌লোচনা সভা শে‌ষে ডি‌জিটাল বাংলা‌দেশ নি‌য়ে কুইজ প্রতি‌যো‌গিতায় বিজয়ী‌দের মা‌ঝে পুরস্কার তু‌লে দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

সালথায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত

সালথায় ডি‌জিটাল বাংলা‌দেশ দিবস পা‌লিত

আপডেট সময় ০৩:৩১:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২

আকাশ সাহাঃ সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ

প্রগ‌তিশীল প্রযু‌ক্তি অন্তর্ভু‌ক্তিমূলক উন্নতি এই প্রতিপাদ‌্য বিষয়‌কে সাম‌নে রে‌খে ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় ডি‌জিটাল বাংলা‌দেশ দিবস-২০২২ পা‌লিত হ‌য়ে‌ছে। উপ‌জেলা প্রশাসন সালথা এর আ‌য়োজ‌নে এবং তথ‌্য ও যোগা‌যোগ প্রযুক্তি বিভা‌গের সহ‌যো‌গিতায় সোমবার (১২‌ডি‌সেম্বর) দিন ব‌্যাপী নানা অনুষ্ঠা‌নের আ‌য়োজন করা হয়।

দিবস‌টি উদযাপন উপল‌ক্ষে সোমবার বেলা ১১টার দি‌কে উপ‌জেলা প‌রিষদ চত্ত‌রে অব‌স্থিত জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের ম‌্যুড়া‌লে শ্রদ্ধাঞ্জলী নি‌বেদন করা হয়। এরপর র‌্যালি বের করা হয়। র‌্যা‌লি‌টি উপ‌জেলা চত্ত্বর থে‌কে শুরু হ‌য়ে উপ‌জেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিন ক‌রে উপ‌জেলা চত্ত‌্বরে এ‌সে শেষ হয়। দিবস‌টি উপল‌ক্ষ্যে এরপর আ‌লোচনা সভা ও বি‌ভিন্ন প্রতি‌যো‌গিতার পুরস্কার বিতরণ করা হয়।

সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোঃ আক্তার হো‌সেন শা‌হিন এর সভাপ‌তি‌ত্বে আ‌লোচনা সভায় উপ‌স্থিত ছি‌লেন, সহকারী ক‌মিশনার (ভূ‌মি) মোঃ সালাহউ‌দ্দিন আইয়ূবী, উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার জীবাংশু দাস, উপ‌জেলা মৎস‌্য অ‌ফিসার রা‌জিব রায়, উপ‌জেলা ম‌হিলা ভাইস‌ চেয়ারম‌্যান রুপা বেগম, উপ‌জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাখাওয়াত হো‌সেন, উপ‌জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প‌রি‌তোষ বা‌ড়ৈ,ভাওয়াল ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান ফারুকুজ্জামান ফ‌কির মিয়া,জ‌্যাইকা কর্মকর্তা রিফাদ রিয়াজ,উপ‌জেলা‌ সহকারী প্রোগ্রামার টিপু সুলতান, সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান‌টি সঞ্চালনা ক‌রেন উপ‌জেলা সহকারী শিক্ষা অ‌ফিসার কৃষ্ণচন্দ্র চক্রবর্তী।

আলোচনা সভায় বক্তারা ডি‌জিটাল বাংলা‌দে‌শের নানামু‌খি উন্নয়ন কর্ম কান্ড তু‌লে ধ‌রেন। আ‌লোচনা সভা শে‌ষে ডি‌জিটাল বাংলা‌দেশ নি‌য়ে কুইজ প্রতি‌যো‌গিতায় বিজয়ী‌দের মা‌ঝে পুরস্কার তু‌লে দেওয়া হয়।