ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
অবৈধভাবে জমি দখলে নিতে বউ-শাশুড়িকে মারধর

অবৈধভাবে জমি দখলে নিতে বউ-শাশুড়িকে মারধর

মানিকগঞ্জ পৌরসভার পৌলি এলাকায় অন্যের জমি অবৈধভাবে দখলে নিতে বউ-শাশুড়িকে মারধর ও গৃহবধুকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ভূক্তভোগী গৃহবধু রানু বেগম বাদি হয়ে রবিবার (২৩ অক্টোবর) মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার সকাল ১১টার দিকে ভূক্তভোগী গৃহবধু রানু বেগমের স্বামী মোঃ লাভলু মিয়ার পৈত্রিক জমি অবৈধভাবে জোরপূর্বক দখলের চেষ্টা করে পৌলি গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে আওলাদ হোসেন (৫২), আওলাদ হোসেনের ছেলে মো: আহাদ (২২), বিল্লাল হোসেনের ছেলে মো: সজিব হোসেন ও বান্দুটিয়া গ্রামের মো: সাব্বির (২১) সহ অজ্ঞাত ৪/৫ জন। সেসময় ওই গৃহবধুর শাশুড়ি আমেনা বেগম (৬৫) তাদেরকে বাধা দিলে বিবাদীরা আমেনা বেগমকে এলোপাথারীভাবে মারপিট করে। তখন শাশুড়িকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে রানু বেগমকেও এলোপাথারীভাবে মারপিট করে। সেসময় মো: আহাদ হোসেন রানু বেগমের জামা-কাপড় টেনে ছিড়ে ফেলে শ্লীলতাহানি করে। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে নানা রকম হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

অভিযুক্ত আওলাদ হোসেন বলেন, ওই জমি নিয়ে আমি কোর্ট থেকে রায় পেয়েছি। আমি উকিলের কথামত জমিতে সাইনবোর্ড লাগাতে গেলে তারা লাঠিসোটা নিয়ে আমাদের বাধা দেয়। আমি তাদের ফিরাতে গেলে তারা আমাকে মারধর করে।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

ইসলামী সংস্কৃতির প্রচার-প্রসারের অগ্রনায়ক মুফতি রুহুল আমিন মাহমুদী

অবৈধভাবে জমি দখলে নিতে বউ-শাশুড়িকে মারধর

অবৈধভাবে জমি দখলে নিতে বউ-শাশুড়িকে মারধর

আপডেট সময় ০৫:০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২

মানিকগঞ্জ পৌরসভার পৌলি এলাকায় অন্যের জমি অবৈধভাবে দখলে নিতে বউ-শাশুড়িকে মারধর ও গৃহবধুকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ভূক্তভোগী গৃহবধু রানু বেগম বাদি হয়ে রবিবার (২৩ অক্টোবর) মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার সকাল ১১টার দিকে ভূক্তভোগী গৃহবধু রানু বেগমের স্বামী মোঃ লাভলু মিয়ার পৈত্রিক জমি অবৈধভাবে জোরপূর্বক দখলের চেষ্টা করে পৌলি গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে আওলাদ হোসেন (৫২), আওলাদ হোসেনের ছেলে মো: আহাদ (২২), বিল্লাল হোসেনের ছেলে মো: সজিব হোসেন ও বান্দুটিয়া গ্রামের মো: সাব্বির (২১) সহ অজ্ঞাত ৪/৫ জন। সেসময় ওই গৃহবধুর শাশুড়ি আমেনা বেগম (৬৫) তাদেরকে বাধা দিলে বিবাদীরা আমেনা বেগমকে এলোপাথারীভাবে মারপিট করে। তখন শাশুড়িকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে রানু বেগমকেও এলোপাথারীভাবে মারপিট করে। সেসময় মো: আহাদ হোসেন রানু বেগমের জামা-কাপড় টেনে ছিড়ে ফেলে শ্লীলতাহানি করে। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে নানা রকম হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

অভিযুক্ত আওলাদ হোসেন বলেন, ওই জমি নিয়ে আমি কোর্ট থেকে রায় পেয়েছি। আমি উকিলের কথামত জমিতে সাইনবোর্ড লাগাতে গেলে তারা লাঠিসোটা নিয়ে আমাদের বাধা দেয়। আমি তাদের ফিরাতে গেলে তারা আমাকে মারধর করে।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।