ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
রাজবাড়ীতে রকি হত্যার ২আসামী অস্ত্রসহ গ্রেফতার

রাজবাড়ীতে রকি হত্যার ২আসামী অস্ত্রসহ গ্রেফতার

  • সুজন বিষ্ণু
  • আপডেট সময় ০৩:৩৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
  • ৫০৫ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে পোল্টি ব্যবসায়ী আরিফুল ইসলাম রকি (২৯) হত্যা মামলার  ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে রকি হত্যার ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, পাঁচটি গুলির খোসা ও একটি রবারের মুখোশ উদ্ধার করা হয়।

আজ সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টায় রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের জানান, শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে খানখানাপুর সুরাজ মোহিনী ইন্সটিটিউটের সামনে দুটি মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা এসে আরিফুল ইসলাম রকিকে গুলি করে হত্যা করে। ওই ঘটনায় রকিবের পিতা রাজ্জাক শেখ বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে হত্যায় জড়িত দু’জনকে গ্রেফতার করে। আসামী দুইজন হলেন  রাজবাড়ী জেলার চরখানখানাপুর গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে সৌরভ আহম্মেদ শাওন ও কুষ্টিয়া জেলার দহকুলা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মোঃ ইয়ামিন আলী৷ তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ২টি বিদেশী আগ্নেয়াস্ত্র, ৫ টি খালি কার্তুজ, ২টি কার্তুজের মাথার অংশ এবং মুখোশ উদ্ধার করা হয়। তিনি আরো বলেন এই মুখোশ দিয়ে তারা বিভিন্ন অপকর্ম করতো। এই ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও  জানান, নিহত রকির সঙ্গে পাঁচ মাস আগে রাকিব ও ইয়ামিনদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল। ওই ঘটনার রেস ধরেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে গ্রেফতার আসামিরা স্বীকার করেছে।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন- রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন, মো. শাহনেওয়াজ, মো. মাইনউদ্দিন চৌধুরী, ডিআইও ওয়ান মো. সাইদুজ্জামানসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা।

জনপ্রিয় সংবাদ

গোয়ালন্দে অবৈধ বাংলা ড্রেজারের তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী

রাজবাড়ীতে রকি হত্যার ২আসামী অস্ত্রসহ গ্রেফতার

রাজবাড়ীতে রকি হত্যার ২আসামী অস্ত্রসহ গ্রেফতার

আপডেট সময় ০৩:৩৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২

রাজবাড়ীতে পোল্টি ব্যবসায়ী আরিফুল ইসলাম রকি (২৯) হত্যা মামলার  ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে রকি হত্যার ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, পাঁচটি গুলির খোসা ও একটি রবারের মুখোশ উদ্ধার করা হয়।

আজ সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টায় রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের জানান, শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে খানখানাপুর সুরাজ মোহিনী ইন্সটিটিউটের সামনে দুটি মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা এসে আরিফুল ইসলাম রকিকে গুলি করে হত্যা করে। ওই ঘটনায় রকিবের পিতা রাজ্জাক শেখ বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে হত্যায় জড়িত দু’জনকে গ্রেফতার করে। আসামী দুইজন হলেন  রাজবাড়ী জেলার চরখানখানাপুর গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে সৌরভ আহম্মেদ শাওন ও কুষ্টিয়া জেলার দহকুলা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মোঃ ইয়ামিন আলী৷ তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ২টি বিদেশী আগ্নেয়াস্ত্র, ৫ টি খালি কার্তুজ, ২টি কার্তুজের মাথার অংশ এবং মুখোশ উদ্ধার করা হয়। তিনি আরো বলেন এই মুখোশ দিয়ে তারা বিভিন্ন অপকর্ম করতো। এই ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও  জানান, নিহত রকির সঙ্গে পাঁচ মাস আগে রাকিব ও ইয়ামিনদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল। ওই ঘটনার রেস ধরেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে গ্রেফতার আসামিরা স্বীকার করেছে।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন- রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন, মো. শাহনেওয়াজ, মো. মাইনউদ্দিন চৌধুরী, ডিআইও ওয়ান মো. সাইদুজ্জামানসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা।