ঢাকা ০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ঝালকাঠিতে মাহিন্দ্র গাড়ির চাপায় নিহত ১

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩
  • ১৪০ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি:

২৬ জুন সকাল ৬ ঘটিকার সময় বরিশাল হতে ঝালকাঠি লাটিমসার যাওয়ার পথে প্রতাপ (ডাপর) নামক এলাকায় প্রধান সড়কে বরিশাল থেকে আগত আহতদের বহনকারী সিএনজি প্রতাপ (ডাপর) প্রধান সড়কে দাড়িয়ে থাকা পিকআপের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আহতদের সদর হাসপাতাল ঝালকাঠিতে নিয়ে আসলে কর্তব‍্যরত ডাক্তার চিকিৎসা প্রদান করেন এবং মারাত্মক আহত ০৮ বছরের শিশু মারজান(৮) পিতা – চান মিয়া, সাং- জয়সি, থানা ও জেলা- ঝালকাঠিকে পরীক্ষা নিরীক্ষা করে কর্তব‍্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
আহতদের অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে আহতগণ ১। শিল্পি বেগম (৩৫)
স্বামী : চানমিয়া, ২। শাহীনুর বেগম(৩৫)পিতা: রোস্তম আলী ৩। চাদনী বেগম(১৫) পিতা:চান মিয়া
৪। মো: রোস্তম আলী(৪০), পিতা – বজলু মাঝি, সর্ব সাং-জয়সি,থানা ও জেলা ঝালকাঠিদের বরিশাল শেরে বাংলা হাসপাতাল প্রেরণ করা হয়।
মৃত মারজানের মৃত দেহ সদর হাসপাতাল ঝালকাঠির লাশ ঘরে আছে। ঘটনাস্থলে নলছিটি থানা পুলিশ নিয়োজিত আছে।

এইচ এম নাসির উদ্দিন আকাশ
ঝালকাঠি প্রতিনিধি।

ঝালকাঠির কাঠালিয়ায় এক অসহায় পরিবারের বাড়ি ঘর ভাংচুর ও হত্যার হুমকিতে আদালতে মামলা

ঝালকাঠিতে মাহিন্দ্র গাড়ির চাপায় নিহত ১

আপডেট সময় ০২:২৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩

ঝালকাঠি প্রতিনিধি:

২৬ জুন সকাল ৬ ঘটিকার সময় বরিশাল হতে ঝালকাঠি লাটিমসার যাওয়ার পথে প্রতাপ (ডাপর) নামক এলাকায় প্রধান সড়কে বরিশাল থেকে আগত আহতদের বহনকারী সিএনজি প্রতাপ (ডাপর) প্রধান সড়কে দাড়িয়ে থাকা পিকআপের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আহতদের সদর হাসপাতাল ঝালকাঠিতে নিয়ে আসলে কর্তব‍্যরত ডাক্তার চিকিৎসা প্রদান করেন এবং মারাত্মক আহত ০৮ বছরের শিশু মারজান(৮) পিতা – চান মিয়া, সাং- জয়সি, থানা ও জেলা- ঝালকাঠিকে পরীক্ষা নিরীক্ষা করে কর্তব‍্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
আহতদের অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে আহতগণ ১। শিল্পি বেগম (৩৫)
স্বামী : চানমিয়া, ২। শাহীনুর বেগম(৩৫)পিতা: রোস্তম আলী ৩। চাদনী বেগম(১৫) পিতা:চান মিয়া
৪। মো: রোস্তম আলী(৪০), পিতা – বজলু মাঝি, সর্ব সাং-জয়সি,থানা ও জেলা ঝালকাঠিদের বরিশাল শেরে বাংলা হাসপাতাল প্রেরণ করা হয়।
মৃত মারজানের মৃত দেহ সদর হাসপাতাল ঝালকাঠির লাশ ঘরে আছে। ঘটনাস্থলে নলছিটি থানা পুলিশ নিয়োজিত আছে।

এইচ এম নাসির উদ্দিন আকাশ
ঝালকাঠি প্রতিনিধি।